সহেলি মিত্র, কলকাতাঃ এক সময়ে বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। নানা চরিত্রে অভিনয় কাকে বলে তা দেখিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আজ শুধুমাত্র চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে হুইলচেয়ার ধরতে হয়েছে তাঁকে। নিশ্চয়ই ভাবছেন কাকে নিয়ে কথা হচ্ছে? আজ আলোচনা হচ্ছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জিকে (Biplab Chatterjee)।
ভুল চিকিৎসার শিকার বিপ্লব চ্যাটার্জি
বেশ কিছু বছর হয়ে গেল তাঁকে আর তেমন অভিনয় করতে দেখা যায় না। অনেকেই প্রশ্ন তুলছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো প্রতিভাবান অভিনেতা কি হারিয়ে গিয়েছেন? এসকল প্রশ্নের মাঝেই সম্প্রতি তাঁকে দেখা গেল একটি অ্যাওয়ার্ড শো-তে। কিন্তু একি চেহারা হয়েছে! গাল ভেঙে গিয়েছে, শরীর ভেঙে গিয়েছে, হুইলচেয়ারে বসে আছেন। সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না। শেষমেষ এ কেমন করুণ পরিণতি হল তাঁর?
শরীর কেমন আছে? প্রশ্ন শুনে বিপ্লবের উত্তর, ‘শরীর ঠিক আছে। তবে পায়ের অবস্থা খুব খারাপ। ডাক্তারের ভুল চিকিত্সার জন্য পায়ের এই অবস্থা হয়েছে। ডাক্তারকে একটা পুরস্কার দেওয়া উচিত!’ এমনিতে আসার অবস্থা ছিল না, সে কথা জানালেন। তবে তাঁকে নিয়ে আসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে বলেই, তিনি আসতে পেরেছেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করেও বেশ খুশি হয়েছেন বিপ্লব।
আরও পড়ুনঃ উল্টে রেলই দেয় কোটি কোটি টাকা ভাড়া! তাহলে বন্দে ভারতের আসল মালিক কে?
আর কী অভিনয় করবেন না বিপ্লব চট্টোপাধ্যায়?
ওই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিপ্লববাবুকে জিজ্ঞাসা করা হয় কাজ প্রসঙ্গে। তিনি বলেন, ‘এবার চিতায় উঠে উপরে যাব। আর ভালো লাগছে না। আমাদের দুনিয়ার কথা বলছি না, পুরো সমাজটা নষ্ট হয়ে গিয়েছে।’ তবে বিরক্তি সত্ত্বেও অভিনয়ের প্রস্তাব পেলে তিনি কাজ করবেন, সেটাও বলেছেন। জানা গিয়েছে, তাঁকে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে দেখা যাবে। কাজের প্রস্তাব আসে কিনা প্রশ্ন শুনে বেশ ফুঁসে ওঠেন অভিনেতা। জানালেন, ‘আমার কাছে কেন অভিনয়ের প্রস্তাব আসবে? আমি কে যে আমার কাছে অভিনয়ের প্রস্তাব আসবে? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি? উনি আমার চেয়ে বড় অভিনেত্রী।’