বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বামী পেশায় রাজমিস্ত্রি। তাই সংসারের অভাব যন্ত্রণা থেকে ছুটকারা পেতে প্রায়শই লটারির টিকিট কাটতেন স্ত্রী ডলি বিবি। এবার তাঁর হতেই ধরা দিল সাফল্য। মাত্র 35 টাকার টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত বেলাড়ি গ্রামের বাসিন্দা ডলি (Bardhaman Lottery Winner)। স্ত্রীয়ের এমন আর্থিক সাফল্যে খুশি স্বামী সহ পরিবারের সকলেই।
ডাক্তার দেখাতে গিয়েই বদলে গেল ভাগ্য
গত শনিবার, শারীরিক অসুস্থতা নিয়ে পূর্ব বর্ধমানের গুসকরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন রাজমিস্ত্রির ঘরণী ডলি বিবি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় বড় চৌমাথা মোড়ের একটি লটারির দোকান থেকে 35 টাকার টিকিট কাটেন তিনি। পরবর্তীতে বাড়িতে ফিরে এসে রাতে ওই টিকিট মিলিয়ে দেখতেই একেবারে চোখ কপালে উঠে যায় তাঁর।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ডলির কাটা টিকিটে রাত 8টায় খেলা ছিল। পরবর্তীতে ফল প্রকাশিত হতেই টিকিটের নম্বর মিলিয়ে দেখতেই হতবাক হয়ে যান ডলি। দেখেন মাত্র 35 টাকা দিয়ে কাটা লটারিতেই কোটি টাকা লেগেছে। প্রথমদিকে এমন সফলতার কথা বিশ্বাস না হলেও পরে বুঝতে পারেন ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। ডলি বিবির এমন আর্থিক সাফল্যে খুশির হাওয়া পরিবারে। এক কথায়, বলাই যায় ডাক্তার দেখাতে গিয়ে একেবারে কোটিপতি হয়ে ফিরলেন বর্ধমানের বাসিন্দা।
অবশ্যই পড়ুন: খসড়া ভোটার তালিকায় নাম খুঁজবেন কীভাবে? রইল অনলাইন এবং অফলাইন প্রসেস তথ্য
প্রসঙ্গত, স্বামী কমপক্ষে 15 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছেন। তাই স্বামী-সন্তান সহ 4 সদস্যের সংসার চালাতে একেবারে নাভিশ্বাস উঠে যেত ডলি বিবির। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ পরিশ্রমের পর তাঁর স্বামী একটি পাকা বাড়ি তৈরি করেছেন বেশিদিন হয়নি। তবে সংসারে অভাবের তাড়না মেটাতে নাকি মাঝেমধ্যেই লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতেন ডলি। এবার সেই অভ্যাসই তাকে কোটিপতি বানিয়ে দিল। লটারি জেতার পর বর্ধমানের পুরস্কার প্রাপক জানিয়েছেন, “লটারিতে পাওয়া টাকা দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই।” এছাড়াও কোটি টাকার কিছু অংশ দিয়ে ভবিষ্যতে জমি কেনার ইচ্ছা রয়েছে ডলি বিবির।