ডাগ… ডাগ… ডাগ…! ৯৩ বছর পর মার্কেট কাপাতে হাজির নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

Bullet 650

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাগ… ডাগ… ডাগ…! দীর্ঘ 93 বছর পর ফিরছে সেই ঐতিহাসিক বুলেট। রয়্যাল এনফিল্ড এমনিতেই পাওয়ার এবং পারফর্মেন্স মোটরসাইকেলের জগতে এক অনন্য নাম। আর এবার কোম্পানিটি 1932 সালের সেই সবথেকে পুরনো মডেল বুলেট 650 (Bullet 650) নতুন রূপে বাজারে আনতে চলেছে। তবে এবারে দেওয়া হবে শক্তিশালী ইঞ্জিন থেকে শুরু করে অসাধারণ লুক। জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

বলাবাহুল্য, ইতালির মিলানে আজ শুরু হয়েছে EICMA 2025 অটো শো। সেখানেই রয়্যাল এনফিল্ড তাদের পরবর্তী প্রজন্মের বুলেট 650 উন্মোচন করেছে, যার ইঞ্জিনটি আগের তুলনায় অনেকটাই বড়। আর এই ব্র্যান্ড উন্মোচন করেই তারা আবার সেই ঐতিহ্য মাখা 90 বছরের পুরনো মডেলটিকে ফিরিয়ে নিয়ে আসছে। উল্লেখ্য, এটি মূলত ক্লাসিক এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ।

কী ইঞ্জিন রয়েছে এই মডেলে?

এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, নতুন এই বুলেট 650 মডেলে রয়্যাল এনফিল্ডের 648CC প্যারালাল-টুইন ইঞ্জিন দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যে ইন্টারসেপ্টর 650 এবং কন্টিনেন্টাল জিটি 650-তে তার ক্যালমা দেখিয়েছে। এছাড়া এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে 6-স্পিড গিয়ার বক্স যা স্লিপার ক্লাচের সাথে যুক্ত। ফলে রাইডিং-এর জন্য এই মডেল সেরার সেরা অভিজ্ঞতা দেবে।

এদিকে নতুন এই বুলেটের চ্যাসিজে দেওয়া হয়েছে স্টিলের টিউবুলার স্পাইন ফ্রেম, আর সাসপেনশনটিতে শোয়া ইউনিট ব্যবহার করা হয়েছে। এমনকি বাইকটিতে স্পোক ও চাকার সঙ্গে টিউব টায়ার দেওয়া হয়েছে, যা এটিকে আরও ক্লাসিক লুক দিচ্ছে। মোদ্দা কথা, এটি নতুন প্রজন্মের ছেলে-মেয়ের জন্য এক্কেবারে সেরার সেরা বিকল্প।

কী কী ফিচার রয়েছে এই নতুন মডেলের?

যেমনটা জানা যাচ্ছে, নতুন বুলেট 650-এ দেওয়া হচ্ছে ইন্সট্রুমেন্ট ক্লাসটার, যেটিতে আগের তুলনায় আরও ক্লাসিক এবং আধুনিকত্বের সংমিশ্রন ঘটানো হয়েছে। পাশাপাশি অ্যানালগ ডায়ালগুলিতে ডিজিটাল এলসিডি ডিসপ্লে দেওয়া রয়েছে, যাতে ফুয়েল, ট্রিপ, গিয়ার বা অন্যান্য পরিষেবার তথ্য দেখা যাবে। এমনকি রাইডাররা তাদের স্টাইল অনুযায়ী এটিকে কাস্টমাইজ করতে পারবে।

বলে রাখি, বিশ্ববাজারের জন্য বুলেট 650 দুটি রঙের বিকল্পতে পাওয়া যাচ্ছে। আর তা হল ক্যানন ব্ল্যাক এবং ব্যাটলশিপ ব্লু। এর মধ্যে ক্যানন ব্ল্যাক 2026 সাল থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশগুলিতে বিক্রির জন্য উপলব্ধ হবে। কিন্তু কোম্পানিটি এখনও পর্যন্ত ভারতে এই মডেল লঞ্চের আনুষ্ঠানিকভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। তবে অনুমান করা হচ্ছে, বুলেট 650 আগামী বছর ভারতে রয়্যাল এনফিল্ড 650cc লাইনআপে যোগ দিতে পারে।.

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

কত দাম পড়বে এই মডেলের?

যেমনটা খবর, ফ্রান্স ও জার্মানিতে এর দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 7.48 লক্ষ টাকা। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে দাম নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রায় 6.65 লক্ষ টাকা। আর আগামী 2026 সাল থেকেই এই মডেল বিক্রি শুরু হবে। তাই যদি রয়্যাল এনফিল্ডের সেই পুরনো মডেল আবারও ফিরে পেতে চান, তাহলে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে।

 

Leave a Comment