ডাম্পারের ভারে ভেঙে পড়ল লোহার সেতু! হুলুস্থুল কাণ্ড তুফানগঞ্জে

Tufanganj

প্রীতি পোদ্দার, তুফানগঞ্জ: ওভারলোড ডাম্পারের চাপে ভেঙে গেল সেতু! ভয়ংকর ঘটনা ঘটল তুফানগঞ্জ-২ ব্লকের (Tufanganj)! শনিবার ভোরে মরা রায়ডাক নদীর উপর লোহার সেতুতে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যদিও কেউ এই ঘটনায় জখম না হয়নি কিন্তু ভাঙা সেতুতে আটকে পড়েছে ডাম্পারটি। এদিকে সেতু ভাঙার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভীড় জমান প্রচুর সাধারণ মানুষ।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার, ভোর রাত নাগাদ এক ভয়ংকর বিপদ ঘটে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালি ২ গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম এলাকায়। ওই সময় পাথরবোঝাই ওভারলোড ডাম্পারের চাপে সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শিল্পী টগর অধিকারী সেতুটি। জানা গিয়েছে ডাম্পারটি খেরবাড়ি থেকে মানসাই বাজারের দিকে যাচ্ছিল। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই এলাকায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের এই অতি প্রাচীন সেতুর সংস্কারকার্য নিয়ে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিলেও, কোনো সুরাহা পাওয়া যায়নি। শেষে প্রশাসনিক ঢিলেমির চক্করে এবার বড় বিপদের সম্মুখীন হতে হল দেবগ্রাম এলাকার বাসিন্দাদের।

প্রশাসনের গাফিলতিতে এই দুর্যোগ

শনিবার মাঝ রাতের দিকে পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আর সেই দৃশ্য দেখে কোনো রকমে বকশিরহাট থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্রেনের মাধ্যমে তোলা হয় ওই ট্রাকটি। আহত হয়েছেন ট্রাকের চালক, তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন এই সেতুর অবস্থা খারাপ হতে থাকায় প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে এই ব্রিজের উপর দিয়ে যেন কোনো ভারী গাড়ি না যায়। কিন্তু যেহেতু একটি ব্রিজ রয়েছে তাই বাধ্য হয়ে ট্রাক নিয়ে যেতেই বিপদের মুখে পড়ে চালক।

আরও পড়ুন: মুর্শিদাবাদে এক সপ্তাহেই উদ্ধার ১০০০ সকেট বোমা! বড় তথ্য দিল পুলিশ

তুফানগঞ্জ-২ বিডিও অজয় কুমার দণ্ডপাত জানান, ‘সেতু ভাঙার খবর শুনেছি। হতাহতের কোনও খবর নেই। ঘটনাটি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনবো’। অন্যদিকে আজ সাত সকালে বাগুইআটির উড়ালপুলে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হাইটবারে সজোরে ধাক্কা মারে একটি বাস। আর তাতে ভয়ঙ্কর ভারী লোহার ওই হাইটবার ভেঙে ছিটকে পড়ে একটি অ্যাপ ক্যাবের উপর। কপাল জোরে রক্ষা পেলেন চালক। বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ এসে সেনা গাড়িটিকে সরায়। ।

Leave a Comment