সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আলোচনার শিরোনামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতের ঘড়ি (Narendra Modi Hand Watch)। ভারতীয় কারিগরি শিল্পই এবার সবার নজর কাড়ল মোদীর ঘড়ির মাধ্যমে। আসলে গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত একাধিক জনসভা বা বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এক বিশেষ ধরণের ঘড়ি দেখা গিয়েছে, যেটি জয়পুর ওয়াচ কোম্পানির তৈরি। উল্লেখ করার বিষয়, এই বিশেষ ঘড়িটির নাম ‘রোমান বাঘ’ (Roman Baagh)। কিন্তু কী বিশেষত্ব রয়েছে এই ঘড়িটির?
বিশেষ আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘড়ি
একাধিক রিপোর্ট খতিয়ে জানা গেল, মোদীর এই ঘড়ির সবথেকে বড় আকর্ষণ হল এর ডায়াল। কারণ, সেখানে 1947 সালের একটি আসল এক টাকার মুদ্রা মধ্যে বসানো রয়েছে। এমনকি সেখানেই খোদাই করা রয়েছে একটি প্রতীকী হাঁটতে থাকা আস্ত বাঘ। সেই কারণেই এই ঘড়িটির নাম দেওয়া রয়েছে রোমান বাঘ। এমনকি শুধু নকশার দিক থেকে নয়, বরং ওই বিশেষ মুদ্রাটি ভারতের পরিবর্তনের প্রতীককেও ইঙ্গিত দিচ্ছে।
জানা গিয়েছে, এই রোমান বাঘ ঘড়িটির কেস মোটামুটি 43 মিলিমিটার দীর্ঘ। আর এটি টেকসই 316L স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি ভিতরের দিকে রয়েছে জাপানের মিয়োটা অটোমেটিক মুভমেন্ট এবং ঘড়ির পেছনে ট্রান্সপারেন্ট কেসব্যাক রয়েছে, যা দিয়ে ভেতরের মেকানিজম স্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি সামনে ও পিছনে স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহারের কারণে সহজে স্ক্যাচও পড়ে না। এদিকে ঘড়িটিতে রয়েছে 5ATM ওয়াটারপ্রুফ ফিচার, যা দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা বিকল্প।
দেশীয় ব্র্যান্ডের সাফল্য তুলে ধরলেন মোদী
বলাবাহুল্য, গৌরব মেহতার প্রতিষ্ঠিত এই জয়পুর ওয়াচ কোম্পানি বরাবরই মুদ্রা থেকে শুরু করে ডাক টিকিট, ঘড়ি বা ঐতিহ্যবাহী ভারতীয় মোটিফগুলিকে নকশায় রূপান্তরিত করে। আর এই নকশা শুধুমাত্র দেশের মধ্যে নয়, বরং বিদেশেও বিপুলভাবে জনপ্রিয়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোমান বাঘ ঘড়িটিও দেশীয় ঘড়ি শিল্পের এক অনন্য দৃষ্টান্ত তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ রাতারাতি টাকা ডবলের প্রলোভন! হুগলিতে চিট ফান্ড কেলেঙ্কারিতে সর্বস্ব খোয়া গেল আমজনতার
তবে যদি ঘড়িটির দাম নিয়ে কথা বলি, তাহলে এটি বিলাসবহুল ঘড়ির সেগমেন্টে নাগালের মধ্যেই। অর্থাৎ, মধ্যবিত্তরাও সহজেই কিনতে পারবে এই বিশেষ ঘড়িটি। কারণ, এর দাম ভারতীয় মুদ্রায় মাত্র 55 হাজার টাকা থেকে 60 হাজার টাকার মধ্যে।