ডার্বিতে জেতাই লক্ষ্য! মোহনবাগানের বিরুদ্ধে নাম লেখালেন ইস্টবেঙ্গলের ৬ সিনিয়র ফুটবলার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার কল্যাণীতে গড়াবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ডার্বি। আর তার ঠিক আগেই আসল কাজ সেরে রাখল লাল হলুদ। ডুরান্ড কাপ পাখির চোখ ঠিকই, তবে ঘরোয়া লিগে মোহনবাগানের সামনে মাথা ঝোঁকালে চলবে না, মূলত সেই কারণেই এবার প্রতিবেশির সাথে লড়াইয়ে সিনিয়র দলের 6 ফুটবলারকে অন্তর্ভুক্ত করল মশাল বাহিনীর ম্যানেজমেন্ট।

বাগানের বিরুদ্ধে নামছেন 6 দাপুটে ফুটবলার?

ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ফুটবলারদের ঘরোয়া লিগে খেলানো হতে পারে, সম্প্রতি জল্পনা বেড়েছিল এমনটাই। মোহনবাগান ম্যাচের আগেই সেই জল্পনাকে সত্যি করে দেখালো লাল হলুদ।

আপাতত সূত্রের যা খবর, চিরপ্রতিদ্বন্ধী, মোহনবাগানের বিরুদ্ধে ডার্বির ময়দানে নামার 48 ঘন্টা আগেই সিনিয়র দলের 6 ফুটবলার, গোলরক্ষক দেবজিৎ মজুমদার, সদ্য দলে যোগ দেওয়া দীঘল ফুটবলার মার্তন্ড রায়না, এডমুন্ড লালরিন্দিকা, মার্ক জোথানপুইয়া, রামাসাঙ্গকে রিজার্ভ দলের সাথে অনুশীলন করানো হবে।

একই সাথে, ডার্বি উপলক্ষ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার কথা রয়েছে ডিফেন্ডার প্রভাত লকারেরও। আসলে, ডুরান্ড কাপের পাশাপাশি ঘরোয়া লিগে প্রতিপক্ষ মোহনবাগানকে নিজেদের ক্ষমতা দেখাতে চাইছে লাল হলুদ, তাই মর্যাদা বাঁচাতে আগেভাগে সিনিয়র দল থেকে বাছাই করা ফুটবলারদের রিজার্ভ দলে নিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে কবে মাঠে নামবেন জয় গুপ্তা? উত্তর খুঁজল সূত্র

ডার্বিতে খেলবেন পিভি বিষ্ণু?

শনিবার বাগানের বিরুদ্ধে লক্ষ্যেভেদ করাটাই একমাত্র উদ্দেশ্য হবে ইস্টবেঙ্গলের। মূলত সেই কারণেই, দলের শক্তি ভারতে চাইছেন লাল হলুদের কলকাতা লিগের কোচ বিনো জর্জ। এবার সেই কারণেই সিনিয়র দলের 6 ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে!

তবে দুঃখের বিষয়, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে গোড়ালিতে ভাল মতোই চোট পেয়েছিলেন কেরালাইট বিষ্ণু। তাই খুব সম্ভবত তাঁকে পাওয়া যাবে না মোহনবাগান ম্যাচে। যদিও, সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে একেবারে আগুন ঝড়িয়েছিলেন বিষ্ণুই। ( সোর্স: বর্তমান পত্রিকা)

Leave a Comment