বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে গত ডুরান্ড কাপের ডার্বিতে জোড়া গোল করে নায়কের তকমা পাওয়া দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে (Dimitrios Diamantakos) ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ডুরান্ডে বাগানের বিরুদ্ধে লাল হলুদের মান বাঁচালো যে, বেছে বেছে তাঁকেই কেন বিদায় দিল কলকাতা ময়দানের এই প্রধান? জানা গেল আসল কারণ।
কেন দিমিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল?
সূত্রের খবর, দিমিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বহু আগেই নিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে ক্ষতিপূরণ বাবদ মোটা অর্থ খরচ হবে জেনে বাধ্য হয়েই কিছুদিন তাঁকে ধরে রেখেছিল লাল হলুদ। আসলে মশাল ব্রিগেডের হয়ে 32 ম্যাচে দিমির অবদান মাত্র 12টি গোল। এছাড়াও মোট চারবার অ্যাসিস্ট করেছেন তিনি। মূলত এমন পারফরমেন্সকে সামনে রেখেই দলের ভিড় কমাতে চাইছিল মশাল ব্রিগেড।
তাছাড়াও, দিমিকে নিয়ে ইস্টবেঙ্গলে বিদেশি সংখ্যা দিয়ে দাঁড়াচ্ছিল 7 জনে। এদিকে ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম বলছে একটি দল সর্বোচ্চ 6 জন বিদেশী সই করাতে পারে। তাই অতিরিক্ত একজন বিদেশীকে রাখার কোনও ইচ্ছা ছিল না ইস্টবেঙ্গলের। শুধু তাই নয়, সম্প্রতি দলে যোগ দিয়েছেন হামিদ আহদাদ, মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ের মতো দুরন্ত ফুটবলাররা। তাই তাঁদের মাঝে আর দিমিকে দলে রাখতে চায়নি লাল হলুদ ম্যানেজমেন্ট।
ইস্টবেঙ্গলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ডুরান্ড ডার্বির পরের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে পরাজয়ের পর দিমির সাথে আলোচনায় বসেন ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। এরপরই দুপক্ষের আলোচনা শেষে দিমিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় মশাল ব্রিগেড। অন্যদিকে গ্রিক ফুটবলারও দলের সিদ্ধান্তে দ্বিমত করেননি।
অবশ্যই পড়ুন: BCCI প্রেসিডেন্ট হতে পারেন সচিন তেন্ডুলকর! জয় শাহও নাকি রাজি, খবর সূত্রের
উল্লেখ্য, সম্প্রতি বাবা হয়েছেন গ্রিক ফুটবলার তথা ইস্টবেঙ্গল থেকে বিতাড়িত দিমি। সূত্রের খবর, এই মুহূর্তে দেশে নিজের পরিবারের সাথেই সময় কাটাতে চাইছেন তিনি। সেখান থেকেই ফুটবলের সাথে সম্পর্কটাকে নাকি ধরে রাখার ইচ্ছা রয়েছে তাঁর। ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, হয়তো সে কারণেই ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ায় আর টু শব্দ করেননি এই গ্রিক স্ট্রাইকার।