ডার্বির আগেই বাড়ল আত্মবিশ্বাস, কালীঘাটকে হারিয়ে ক্ষমতা জাহির করল মোহনবাগান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন 19 জুলাই চির প্রতিদ্বন্ধি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। তবে তার আগে সবুজ মেরুনের পথের কাঁটা ছিল কালীঘাট মিলন সংঘ! বুধবার কলকাতা লিগের সেই আসরেই জয় তুলে নিল বাগান ব্রিগেড। প্রতিপক্ষ কালীঘাটকে 2-1 ব্যবধানে পরাস্ত করে হাইভোল্টেজ ডার্বির আগে ক্ষমতা জাহির করল কলকাতা ময়দানের এই প্রধান।

ডার্বির আগেই বড় সাফল্য মোহনবাগানের

প্রতিপক্ষ কালীঘাটের বিরুদ্ধে এদিন জোরালো আক্রমণ দিয়েই ম্যাচের যাত্রা শুরু করেছিল গঙ্গা পাড়ের দল। সেই মতোই শুরুতেই বাগানের হয়ে প্রতিপক্ষকে কাটিয়ে গোল করেন পাসাং দোরজি তামাং।

প্রথম গোল হাঁসিল করে বিচক্ষণতার সাথে ফুটবল খেলতে থাকে সবুজ মেরুন। তবে প্রতিপক্ষ কি গোল খেয়ে বসে থাকবে? কখনই না। তাই মোহনবাগানের মতো দলের প্রতিপক্ষ হওয়ার যোগ্যতা বুঝিয়ে দিয়েছিল কালীঘাটও। এদিন ম্যাচের 18 মিনিটের মাথায় বাগানের হজম করা গোল শোধ দিয়ে দলকে সমতায় ফেরান সুরজিৎ হালদার।

আর এরপর থেকেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে একে অপরকে চাপতে থাকে দুই প্রতিপক্ষই। শেষ পর্যন্ত 34 মিনিটের মাথায় মোহনবাগান ডিফেন্সকে কাটিয়ে ব্যবধান বাড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল কালীঘাট। তবে লাভের লাভ হয়নি। একই চিত্র ধরা পড়েছিল বাগান ব্রিগেডেও।

40 মিনিটের খেলায় বাগানের হয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন সালাউদ্দিন। তবে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপর ড্র নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। পরবর্তীতে বাকি 45 মিনিটের খেলা শুরু হতেই গোল করতে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। হাল ছাড়তে রাজি ছিল না কালীঘাটও। এভাবেই একে অপরের মনোবল ভেঙে নাতিশীতোষ্ণ ফুটবল খেলতে থাকে দুই দল।

অবশ্যই পড়ুন: লটারিতে ২ কোটি জিতে মেলেনি কানাকড়িও! হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেতা

শেষ পর্যন্ত প্রতিপক্ষের ব্যর্থতাকে কাজে লাগিয়ে 64 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান করণ রাই। যদিও পরবর্তীতে সুযোগ পেয়েছিল কালীঘাট, তবে তা কাজে লাগাতে না পারায় 2-1 ব্যবধানে বাগানের কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাঁদের। এদিকে, ডার্বির আগে প্রতিপক্ষকে শায়েস্তা করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আসর জমাতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।

 

Leave a Comment