ডার্বির রাতেই কল্যাণী স্টেশনে হাতাহাতি মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের! ভাইরাল ভিডিও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফ্লাড লাইটের বিতর্ক ছাড়া বাকি সব দিক থেকেই শনিবার কল্যাণীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাইভোল্টেজ ডার্বি। দীর্ঘ পরিশ্রমকে সঙ্গী করেই গতকাল মোহনবাগানকে 3-2 ব্যবধানে পরাস্ত করেছে ইস্টবেঙ্গল।

কিন্তু ডার্বি মানেই যে দুই চিরপ্রতিদ্বন্ধীর সমর্থকদের লড়াই! বিগত দিনগুলিতে যতবার ডার্বি হয়েছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকদের কোন্দলের চিত্র ভেসে উঠেছে সমাজ মাধ্যমের পর্দায়। একে অপরের অপর চড়াও হওয়া থেকে শুরু করে ডার্বি সমর্থকদের মারধোরের ঘটনা বর্তমানে খুবই সাধারণ।

শনিবার কল্যাণীতেও ধরা পড়ল একই চিত্র। সদ্য সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মোহন-ইস্ট সমর্থকদের হাতাহাতির দৃশ্য ধরা পড়েছে কল্যাণী স্টেশনে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, স্টেশনের মধ্যেই একে অপরের ওপর চড়াও হয়েছে দুই দলের সমর্থকরা। এদিকে রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় যাত্রীরা সেই বিবাদ মেটানোর চেষ্টা করছেন। আর এসবের মাঝেই ফের আরও একবার সমালোচনার খাতায় নাম লেখালেন দুই ময়দান প্রদানের ভক্তরা।

অবশ্যই পড়ুন: ১০,০০০ কিমি গতি, হার মানবে সুদর্শন চক্রও! ব্রহ্মোসের ভয়ঙ্কর সংস্করণ তৈরির পথে ভারত

রেল পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সূত্রে খবর, শনিবার রাতে ডার্বি দেখে বাড়ি ফেরার সময় হঠাৎ কল্যাণী স্টেশনে বচসায় জড়ায় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা। আর এরপরই একে অপরের জার্সি টেনে ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে দু দলের সমর্থকদের বিরুদ্ধে। কেউ কেউ অভিযোগ করছেন, ইস্টবেঙ্গলের কাছে হারের ধাক্কা মেনে নিতে পারছে না বাগান সমর্থকরা। তবে ভিডিওটি দেখার পর নেট নাগরিকদের একাংশ আবার মারমুখি আচরণের জন্য দুপক্ষকেই দায়ী করেছেন।

ভিডিওটিতে দেখা যায়, এক ইস্টবেঙ্গল সমর্থকের কলার ধরে মারধর করছেন এক বাগান সমর্থক। লাল হলুদ ভক্তও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনিও চড়াও হয়েছেন প্রতিপক্ষ দলের সমর্থকের উপর। এদিকে দুই ভক্তকে ঝামেলা থেকে বাঁচাতে গিয়ে ময়দানে নেমে পড়েছেন দু’দলের সমর্থকদের আরও কয়েকজন। যদিও বেশ কয়েকজন ভক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। এমতাবস্থায় ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। দীর্ঘ চেষ্টার পর দু’দলের সমর্থকদের মধ্যেকার বচসা মেটান GRP-র সদস্যরা। তবে ঝামেলা নিয়ন্ত্রণে এলেও থেমে নেই মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের পারস্পরিক আক্রমণ। চলছে দেদার কাদা ছোড়াছুড়ি!

 

 

কল্যাণী স্টেশনে উত্তেজনা।ডার্বির পর দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ বিপক্ষ দলের জার্সি ছিঁড়ে ফেলার।
#BeyondSports #EastBengal #MohunBagan #KolkataDerby

Posted by Beyond Sports on Saturday, July 26, 2025

Leave a Comment