ডার্বি জিতলেও মেহতাব সিংকে নিয়ে লড়াইয়ে মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল!

Mohun Bagan Mehtab Singh transfer news

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনিতেই শক্তিশালী দল। তাতে আরও কিছুটা মাত্রা যোগ করতে এবার ইস্টবেঙ্গলের মুখের গ্রাস ছিনিয়ে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিংকে সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ দোলাচলের পর অবশেষে ভারতের তারকা ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেলল সবুজ মেরুন। আসলে ডুরান্ড কাপের ডার্বিতে পরাস্ত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছে সবুজ মেরুন বাহিনীর। তাই মেহতাবকে সই করিয়ে নিয়ে আগামী আসরগুলিতে কোনও রকম সুযোগ হাতছাড়া করতে চাইছে না কলকাতা ময়দানের এই প্রধান।

ট্রান্সফার মার্কেটের লড়াইয়ে পরাস্ত ইস্টবেঙ্গল!

দীর্ঘ বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিংকে পাখির চোখ করেছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মাঝে এক সূত্র এও দাবি করে, মেহতাবের সাথে যোগাযোগের পর তাঁকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল লাল হলুদ।

তবে সেই রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায় মোহনবাগান। জানা যায়, মেহতাবের পুরনো দল মুম্বই সিটি এফসিকে মোটা অঙ্কের প্রস্তাব পাঠিয়েছিল সবুজ মেরুন। আর তা পাওয়ার পরই মেহতাবকে নিয়ে ভাবতে শুরু করে ভিন রাজ্যের দলটি। সেই মতোই অবশেষে টাকার জোরে মেহতাবকে দলে ভেড়াচ্ছে বাগান। অন্যদিকে অন্যান্য সময়ের মতো এবারও প্রতিবেশীর অর্থ জোর দেখতে হল ইস্টবেঙ্গলকে! শেষ ডার্বি জিতলেও মেহতাবকে নিয়ে ট্রান্সফার মার্কেটের লড়াইয়ে বাগানের কাছে পরাস্ত লালা হলুদ।

অবশ্যই পড়ুন: ভারতের জন্য তৈরি হবে ব্যবসার নতুন বাজার! ট্রাম্পের শুল্ক বোমার সমাধান পেল দিল্লি

শক্তি বাড়ল মোহনবাগানের

বর্তমানে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার যে মেহতাব সিং, সে কথা বলার অপেক্ষাই রাখে না। মুম্বই সিটি এফসি থেকে মেহতাবের বাগান শিবিরে আসা মানেই, সবুজ মেরুনের স্টপার ও রাইট ব্যাক উভয় পজিশনই শক্ত হয়ে যাওয়া। আসলে, মেহতাব এমন একজন দাপুটে প্লেয়ার, যিনি দলে থাকবেন মানেই হয়, গোল করবেন না হয় গোল করাবেন।

তাছাড়াও, ডুরান্ড কাপে রাইট ব্যাক আশিস রায়ের উপর ভরসা করেও সে অর্থে লাভের লাভ হয়নি মোহনবাগানের। কাজেই মেহতাব এলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলেই আশা করা যায়। তাছাড়াও সেটপিস থেকে গোল করার দারুণ ক্ষমতা রয়েছে এই পাঞ্জাবি ফুটবলারের। সব মিলিয়ে, AFC চ্যাম্পিয়নস লিগ টু প্রতিযোগিতার আগে মেহতাবের মতো একজন তাবড় ফুটবলারকে দলে পাওয়া মানে মোহনবাগানের পোয়া বারো।

Leave a Comment