সৌভিক মুখার্জী, কলকাতা: Yezdi মোটরসাইকেল প্রেমীদের জন্য এবার বিরাট সুখবর। জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা Yezdi এবার তাদের পরবর্তী মডেল লঞ্চের তারিখ ঘোষণা করল। বহু প্রতীক্ষিত 2025 Yezdi Roadster ভারতের বাজারে আসছে আগামী 12 আগস্ট।
উল্লেখ্য, সংস্থাটির সর্বশেষ টিজারে বাইকের পিছনের অংশের কিছু ঝলকও মিলেছে, যেখানে নতুন এলইডি হেডলাইট সহ আরো বেশ কিছু ফিচার্স লক্ষ্য করা গিয়েছে। চলুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক এই মডেল সম্পর্কে।
ডিজাইন ও ফিচার্সে বিরাট আপডেট
উল্লেখ্য, নতুন Yezdi Roadster-এ এবার নতুন কালার প্যালেট থাকবে। সঙ্গে থাকবে এলইডি হেডল্যাম্প, টেললাইট ও ইন্ডিকেটর। এমনকি সম্প্রতি লঞ্চ হওয়া Yezdi-এর অন্যান্য মডেলের মতোই এই বাইকের বিল্ড কোয়ালিটিতে উন্নতি আনা হবে বলে মনে করা হচ্ছে।
তবে সংস্থার পরিকল্পনা অনুযায়ী, 2025 Yezdi Roadster এবার দুটি ভেরিয়েন্টে বাজারে আসতে পারে। আর সেগুলি হল—ক্রুজার স্টাইল ভেরিয়েন্ট এবং নতুন ববার ভেরিয়েন্ট। বলে রাখি, ববার ভেরিয়েন্টে সিঙ্গেল সিট ডিজাইন ও ক্লাসিক টুইন টুইন-এক্সহস্ট থাকতে পারে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Yezdi-এর এই নতুন মডেলে থাকবে আপডেটেড Alpha 2 334 cc লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা 29.6 bhp পাওয়ার এবং 29.9 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি এই গাড়িটিতে থাকবে 6-স্পিড গিয়ার বক্স। সাসপেনশন হিসেবে থাকবে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে টুইন শক। এমনকি ব্রেক হিসাবে সামনে ডুয়াল ডিস্ক ব্রেক ও পেছনে সিঙ্গেল ডিস্ক সেটআপ থাকবে।
আরও পড়ুনঃ ভোটের আগই ৭০০০ পদে নার্স, ডাক্তার, শিক্ষক পদে নিয়োগ! নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের, চাকরির খবর
সম্ভাব্য দাম কত হতে পারে?
বর্তমানে Yezdi Roadster-এর প্রাইজ ধরা হচ্ছে মাত্র 2.10 লক্ষ টাকা থেকে 2.19 লক্ষ টাকার মধ্যে। তবে আপডেটের পর দাম সামান্য বাড়তে পারে। আর এই গাড়িটির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Honda CB350, Royal Enfield Meteor 350, Triumph Speed 400-এর মতো বাইক। তাই শুধুমাত্র আগামী 12 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পালা।