ডিনামাইট চিবিয়ে ১৩ জনের প্রাণ রক্ষা করল পোষ্য, তবে বড় দাম চোকাতে হল তাঁকেও

Peru Dog chewing dynamite

সৌভিক মুখার্জী, কলকাতা: পেরুর হুয়ারাল শহর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। মাত্র 25 পাউন্ড ওজনের এক কুকুরের সাহসিকতায় (Peru Dog) একটি গোটা পরিবার রক্ষা পেল। হ্যাঁ, একটি ককার স্প্যানিয়েল মিক্স প্রজাতির একটি কুকুর যার নাম মাঞ্চিস ঘটনাটি ঘটিয়েছে কার্লোস আলবার্তো মেসিয়াস জারাতে নামের এক সাংবাদিকের বাড়িতে। তবে ঘটনাটি কী?

কী ঘটেছিল সেদিন রাতে?

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক সন্দেহজনক দুষ্কৃতী জারাতের বাড়ির সামনে দরজার উপরের ভাঙ্গা জানালা দিয়ে জলন্ত ডিনামাইট ছুঁড়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণ ঘটলে গোটা পরিবারের প্রাণহানি হতে পারত। তবে সবাইকে অবাক করে দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাড়ির ছোট্ট কুকুর মাঞ্চিস। সিঁড়ি দিয়ে দৌড়ে এসে জ্বলন্ত ফিউজ মুখে নিয়ে চিবিয়ে ফেলতে থাকে সে। কয়েক সেকেন্ডের মধ্যেই ডিনামাইটটি নিষ্ক্রিয় হয়ে যায়। সাংবাদিক সংবাদমাধ্যমকে বলেছেন, ও চিবিয়েছে আর চিবিয়েছে। সেজন্যই আমরা প্রাণে বেঁচে গিয়েছি।

পুলিশের পদক্ষেপ

উল্লেখ্য, এই ঘটনার পরপরই জারাতে পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল স্কোয়াড বিস্ফোরককে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। পরে জানা যায় যে এটি আসলে এক ধরনের ল্যান্ডমাইনে ব্যবহৃত ডিনামাইট। পুলিশ ইতিমধ্যেই একজন সন্দেহভজনকে গ্রেফতার করে ফেলেছে। তাদের ধারণা, সাংবাদিককে ভয় দেখানোর জন্যই এরকম হামলার পরিকল্পনা করা হচ্ছিল। পাশাপাশি জারাতে ও তাঁর পরিবার পুলিশি সুরক্ষাও চেয়েছেন।

আরও পড়ুনঃ রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়ছে আহত-নিহতের সংখ্যা, নেপালের পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত

প্রসঙ্গত, মাঞ্চিস কোনও প্রশিক্ষিত বোমা-স্নিফার ডগ নয়, এমনকি কোনও পুলিশের কুকুরও নয়। শুধুমাত্র একটি সাধারণ পারিবারিক পোষ্য। অথচ তার এই অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির জেরেই রক্ষা পেল গোটা একটি পরিবার। তবে এই ডিনামাইটের ধোঁয়া ও আগুনে তার স্বরযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সে শব্দও করতে পারছে না। তবে আগের মতোই সক্রিয় রয়েছে, পরিবারের সঙ্গে খেলাধুলা করছে। সবথেকে বড় ব্যাপার, স্থানীয়দের কাছে মাঞ্চিস নায়ক হিসেবে তকমা পেয়েছে।

 

Leave a Comment