প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই একের পর এক ভোট প্রচারে প্রস্তুতিতে নেমেছে তৃণমূল থেকে শুরু করে বিরোধীদল বিজেপি। তবে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই রাজ্যে মোদীর (PM Narendra Modi) ভোটমুখী জনসভা নিয়ে একের পর এক চাঞ্চল্য খবর উঠে আসছে শিরোনামে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্যের পাঁচটি প্রান্ত থেকে পাঁচটি রথযাত্রার সূচনা হবে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ওজনদার’ জনসভা।
১৪–১৫টি জনসভা হবে নির্বাচনের আগে
রিপোর্ট মোতাবেক, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর আসন্ন জনসভাটি। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। আর ওই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন। বিজেপির দাবি, ডিসেম্বর থেকে ভোট পর্যন্ত মোদী সম্ভাবনাময় এলাকায় ১৪–১৫টি জনসভা করবেন। রাজ্য স্তরের এক বিজেপি নেতা জানিয়েছেন, “সম্ভাবনাময় আসন মানে আমাদের জেতা এলাকাগুলির কথা বলা হচ্ছে, এমন নয়। যে সব এলাকায় একাধিক আসনে অল্প ভোটে হেরেছি বা পিছিয়ে থেকেছি, যে সব এলাকায় কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে পারলে ভোটের ফল ঘুরে যাবে, সেগুলিকেই সম্ভাবনাময় হিসাবে ধরা হচ্ছে। আর সেই রকম এলাকা বেছে বেছে পাঁচ বা তার চেয়েও বেশি বিধানসভা আসনের জন্য এক একটি করে জনসভা বরাদ্দ করা হতে পারে।”
পাঁচ অঞ্চল থেকে বেরোবে পাঁচটি রথ
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপির পাঁচটি সাংগঠনিক জোনের প্রতিটি থেকে একটি করে রথযাত্রা শুরু হতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর এই পাঁচ অঞ্চল থেকে একটি করে রথ রওনা হবে। আর এই প্রতিটি রথের সূচনাতেই কেন্দ্রীয় নেতৃত্ব থাকতে পারেন। যদিও কর্মসূচির দিনক্ষণও চূড়ান্ত হয়নি। তবে আগামী দু’এক দিনের মধ্যে এই বিষয়ে দিল্লিতে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রথযাত্রা বার করেছিল বিজেপি। তখনও সেই পাঁচটি অঞ্চল থেকেই একটি করে রথ বেরিয়েছিল। তবে এ বারের ‘রথযাত্রা’ কর্মসূচিতে আগের চেয়েও আধুনিক ‘রথ’ দেখা যেতে পারে।
আরও পড়ুন: মহিলার ছবি AI দিয়ে বিকৃত করে পোস্ট! কোন্নগরের ব্যবসায়ীকে অর্ধনগ্ন করে পেটাল মহিলারা
উল্লেখ্য, চলতি বছর, গত ২৯ মে থেকে ২২ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে তিনটি জনসভা করেছিলেন। যার মধ্যে প্রথমটি ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, দ্বিতীয়টি ছিল দুর্গাপুরে এবং তৃতীয়টি কলকাতা সংলগ্ন দমদমে। মহা আড়ম্বরের মাধ্যমে সেই জনসভার আয়োজন করা হয়েছিল। বঙ্গ বিজেপির তরফে জানা গিয়েছিল সে সময়েই নাকি স্থির হয়েছিল যে চতুর্থ জনসভা মোদী করবেন রানাঘাট বা পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু পরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তাই সেক্ষেত্রে এবার জনসভা রানাঘাট থেকেই হবে বলে আশঙ্কা করা হচ্ছে।