ডিসেম্বরের আদ্রা ও খড়গপুর ডিভিশনে বাতিল একগাদা ট্রেন, তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল

Train Cancelled In Kharagpur Adra Division

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মরশুম মানেই পর্যটকদের ঘুরতে যাওয়ার হিড়িক পরে যায়। কেউ যায় পাহাড় জঙ্গলে তো কেউ আবার সমুদ্রে। কিন্তু এবার বছরের শেষে দুর্ভোগের মুখে পড়তে চলেছেন রেলযাত্রীরা। কারণ আগামী ১৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হচ্ছে খড়্গপুর ও আদ্রা ডিভিশনের (Train Cancelled In Kharagpur Adra Division) একাধিক ট্রেন। তাই টিকিট কাটার আগে একনজরে ট্রেন বাতিলের তালিকা জেনে নিন। এ প্রসঙ্গে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।

ফের ট্রেন বাতিলের নির্দেশিকা

গতকাল অর্থাৎ রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি ট্রেন বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে আগামী কয়েক দিন খড়্গপুর ও আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কান্তাপাড়া স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের জন্য বালেশ্বর থেকে ভুবনেশ্বর, বালেশ্বর থেকে ভদ্রক, খড়গপুর থেকে জাজপুর-কেওনঝড় রোড ট্রেন বিভিন্ন দিন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক খড়্গপুরে ডিভিশনে বাতিল হওয়া ট্রেন গুলির তালিকা। আগামী ১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু এক্সপ্রেস, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু আগামী ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

আদ্রা ডিভিশনেও বাতিল একাধিক ট্রেন

ট্রেন বাতিলের তালিকা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ১৮০৩৭/১৮০৩৮ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস বাতিল থাকবে। এবং আগামী ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু, ভদ্রকের পরিবর্তে বালেশ্বর পর্যন্ত চলবে। এছাড়াও আদ্রা ডিভিশনেও বাতিল থাকবে একাধিক ট্রেন। আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। আগামী ২১ ডিসেম্বর ৬০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে এবং আগামীকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। যার ফলে ব্যাপক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে যাত্রীদের মনে।

আরও পড়ুন: শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এই প্রকল্পে মাসে ১০০০ টাকা পেনশন দেয় পশ্চিমবঙ্গ সরকার

দক্ষিণ পূর্ব রেলের এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, রেলের পক্ষ থেকে আগে থেকে জানানো হলেও শীতের মরসুমে এই ধরণের সিদ্ধান্ত যাত্রীদের জন্য বেশ সমস্যার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে যারা প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে আদ্রা ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এই ট্রেন বাতিলের জন্য তাঁদের বিকল্প ব্যবস্থা নিতে হবে, আর এতে পকেট এবং সময় দু’দিকেই চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment