সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে এবার বিরাট বদল আনছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী 15 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে YONO 2.0 (State Bank YONO 2.0) যা বর্তমান YONO অ্যাপের নয়া সংস্করণ। জানা গিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবকিছু আরও আধুনিক, ব্যবহারবান্ধব এবং ডিজিটাল হবে। তবে আদতে কী কী সুবিধা মিলবে? বিষদে জানুন এই প্রতিবেদনে।
YONO 2.0-তে বিরাট পরিবর্তন
বলে রাখি, নতুন YONO 2.0-তে এবার আনা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। যার মধ্যে উল্লেখযোগ্য হল নেট ব্যাঙ্কিং ছাড়াই মোবাইল ব্যাঙ্কিং। হ্যাঁ, এতদিন যাবৎ YONO ব্যবহার করার জন্য গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং থাকা বাধ্যতামূলক ছিল। তবে এবার সেই নিয়মে আনা হচ্ছে বদল। নতুন YONO 2.0-তে সরাসরি অ্যাপ দিয়েই মোবাইল ব্যাঙ্কিং করা যাবে। এর জন্য কোনও নেট ব্যাঙ্কিং প্রয়োজন পড়বে না।
এ বিষয়ে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সি এস শেট্টি জানিয়েছেন, YONO 2.0 এর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরও সহজ এবং স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থা তৈরি করতে চাইছি। এখানে নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য এবং বৃহৎ পরিসরে পরিষেবা উপলব্ধ থাকবে। বর্তমানে YONO-তে মোটামুটি 10 কোটি গ্রাহক রয়েছে। তবে নতুন সংস্করণে সমস্ত গ্রাহককেই YONO 2.0-এ স্থানান্তর করা হবে। ভবিষ্যতে 20 কোটি গ্রাহককে পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
আরও শক্তিশালী হবে নিরাপত্তা ব্যবস্থা
সূত্রের খবর, নতুন এই YONO 2.0-এ iOS ব্যবহারকারীদের জন্য আলাদা ফেস আইডি দেওয়া হবে। পাশাপাশি আন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন তো থাকছেই। এছাড়া MPIN এবং আরও নিরাপদ লগইন করার ব্যবস্থা থাকছে। সবথেকে বড় ব্যাপার, ভারতের বিভিন্ন ভাষার মানুষজনদের কথা মাথায় রেখে YONO 2.0 ডিজাইন করা হয়েছে। কারণ, এতে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে।
আরও পড়ুন: ২০২৬-এ চন্দ্রগ্রহণ কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও স্থান
এদিকে YONO 2.0-কে শুধুমাত্র একটি অ্যাপ আপডেট বলা চলে না, বরং এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, নেট ব্যাঙ্কিং, YONO অ্যাপ এবং শাখা ভিত্তিক ব্যাঙ্কিং, এই তিনটি ক্ষেত্রেই নতুন করে কোড লেখা হয়েছে, যাতে সব জায়গায় একই রকম পরিষেবা পাওয়া যায়। এর ফলে গ্রাহকরা ডিজিটাল এবং শাখা, দুই ধরনের পরিষেবা অনায়াসে উপভোগ করতে পারবে। আর নতুন প্ল্যাটফর্মে মার্কেটিং টেকনোলজি এবং ডেটা এনালেটিক্স ব্যবহার করে প্রোফাইল অনুযায়ী পরিষেবা পাবে।