ডিসেম্বরে কতদিন স্কুল, কলেজ, সরকারি অফিস ছুটি? দেখে নিন নবান্নের হলিডে লিস্ট

December Holiday List

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বর মাসের অর্ধেকের বেশি সময় ইতিমধ্যেই কেটে গিয়েছে। তাই অনেকের মনেই এখন প্রশ্ন জাগছে, এই মাসে আর ক’দিন ছুটি মিলবে? স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি অফিস কিংবা ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকবে? এই প্রশ্ন উত্তর মিলবে নবান্নের প্রকাশিত হলিডে লিস্ট (December Holiday List)। এক নজরে দেখে নিন ডিসেম্বর মাসে কোন কোন দিন ছুটি পাওয়া যাচ্ছে বা ছুটির তালিকা।

ডিসেম্বর মাসে নবান্নের হলিডে লিস্ট

নবান্নের তরফ থেকে জারি করা ছুটির তালিকা অনুযায়ী, ডিসেম্বর মাসের প্রথম ২৫ দিন সেরকম কোনও বড় সরকারি ছুটি নেই। কিন্তু মাসের শেষে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ছুটি। প্রথমত ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল-কলেজ, অফিস, আদালত সব কিছুই বন্ধ থাকবে। এমনকি এটি শুধু বাংলার জন্য নয়, বরং গোটা দেশেই পূর্ণাঙ্গ সরকারি ছুটি। পাশাপাশি ২৪ ডিসেম্বর বড়দিনের আগের দিন হওয়ায় কিছু কিছু স্কুল-কলেজ বা অফিস আংশিক বা ঐচ্ছিক ছুটি দিতে পারে। কিন্তু এটি বাধ্যতামূলক সরকারি ছুটি নয়।

তবে এক্ষেত্রে সবথেকে স্বস্তির খবর পাচ্ছে স্কুল-কলেজের পড়ুয়ারা। কারণ, ২৫ ডিসেম্বর থেকে টানা ৩১ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে। আর এটি শীতকালীন ছুটির অংশ তা বলা যায়। কিন্তু মনে রাখতে হবে, এই সময়ের মধ্যে অফিসের কাজ নিয়মিত চলবে। অফিসে কোনওরকম ছুটি দেওয়া হবে না। এছাড়া পড়ুয়ারা ১ জানুয়ারি তো ছুটি পাচ্ছেই। অর্থাৎ, একেবারে ২ জানুয়ারি থেকেই স্কুল-কলেজ শুরু হবে।

আরও পড়ুন: বৃষ রাশির রাশিফল ২০২৬: কেমন কাটবে নতুন বছর? জানুন স্বাস্থ্য, প্রেম ও প্রতিকার

ডিসেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা

এবার একনজরে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে—

  • ৭ ডিসেম্বর, রবিবার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ ছিল গোটা দেশে।
  • ১৩ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ ছিল।
  • ১৪ ডিসেম্বর, রবিবার উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ২১ ডিসেম্বর, রবিবার উপলক্ষে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৫ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৭ ডিসেম্বর, চতুর্থ শনিবার উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ২৮ ডিসেম্বর, রবিবার উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

অর্থাৎ, ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে মোট ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিন্তু রাজ্যভিত্তিক কিছু আঞ্চলিক ছুটি রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই।

Leave a Comment