প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড়ের দাপটে কিছুদিন আগে রাজ্য জুড়ে শীতের (Weather Update) মরশুম প্রায় কমে গিয়েছিল। সকালের দিকে হালকা শীত শীত ভাব বজায় থাকলেও বেলা বাড়তেই রোদের দাপটে উধাও হয়ে যেত শীত, যার ফলে বেশ চিন্তিত হয়ে পড়েছিল শীতপ্রেমীরা। তবে গতকাল অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই রাজ্যে শীতের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। কিন্তু এবার এই শীতের স্থায়িত্ব নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
শীত নিয়ে বড় আপডেট
উল্লেখ্য কিছুদিন আগে ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডব চালিয়েছিল ইন্দোনেশিয়াতে। তখনও এর প্রভাব বাংলায় পড়েনি। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দেতোয়া। এক্ষেত্রেও বাংলায় আবহাওয়ার কোনো প্রভাব পড়বে না। কিন্তু শীতল হাওয়ার তারতম্য দেখা গিয়েছে বেশ। আর এবার শীত নিয়ে দুঃখের খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহের শেষেই শীত ঢুকতে শুরু করবে। কিন্তু চিন্তার বিষয় হল ডিসেম্বর মাসেও নাকি রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরে নাকি জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। শুধু তাই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস বছরের একদম শেষের দিকেও নাকি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আর তাতেই বেশ চিন্তিত শীতপ্রেমীরা।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে হালকা শীতল ভাব রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভোরের দিকে বিভিন্ন জেলায় কুয়াশার প্রাবল্য দেখা গিয়েছিল কিন্তু বেলা বাড়তেই সেই কুয়াশা কেটে গিয়েছে। জানা যাচ্ছে আগামী চার-পাঁচ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: উন্নয়ন নিয়ে নবান্নে বিশেষ বৈঠক মমতার, পেশ করবেন রিপোর্ট কার্ডও
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশ শীতল আমেজ দেখা গিয়েছে। হাওয়া অফিসের তরফে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে, দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা দেবে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই সব জেলাগুলিতেও কুয়াশার কারণে সকালবেলায় যান চলাচলে সমস্যা দেখা দিতে পারে। এর পাশপাশি আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।