ডিসেম্বর থেকেই ভোট যুদ্ধের প্রচার বিজেপির! মুহুর্মুহু বঙ্গ সফরে মোদী-শাহ

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর শেষ হতে হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, আর তারপরেই বঙ্গ জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। চারিদিকে এইমুহুর্তে যেন ভোটযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। শাসকদল যেমন কোমর বেঁধে নেমেছে ঠিক তেমনই বিজেপিও চুপ করে বসে নেই। তাঁরাও বেশ বড় আকারেই বঙ্গ বিজেপি প্রস্তুতি শুরু করে দিচ্ছে। এমতাবস্থায় বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রতিবারের মত এবারেও আগামী মাস থেকে বিধানসভা ভোটের আগেই নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ বঙ্গ সফরে আসতে চলেছে।

বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির বৈঠক

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, শংকর ঘোষ, খগেন মুর্মু -সহ বিজেপি রাজ্য নেতৃত্বের একাধিক নেতা। অর্থাৎ ২৬ এর নির্বাচনে দিল্লির শীর্ষ নেতৃত্ব বাংলাকে যে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ইতিমধ্যেই সেটাই স্পষ্ট হয়ে গিয়েছে। তাইতো বৈঠকে এই বিষয়ে একাধিক আলোচনা হয়েছে। তবে যেই আলোচনা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হল ডিসেম্বর থেকেই নাকি টানা বঙ্গ সফর শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নেতৃত্বের আরও একাধিক গুরুত্বপূর্ণ মুখ।তাই তাঁদের জন্য লাগাতার প্রচার কর্মসূচির দায়িত্ব নিতে চলেছে বঙ্গীয় দল।

কী বলছেন সুকান্ত মজুমদার?

মোদি-শাহর বঙ্গ সফর প্রসঙ্গে বৈঠকে একাধিক আলোচনা করার পর বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমে জানান, ”আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম, ১০ টি বিভাগে দশটি কর্মসূচির জন্য। ইতিমধ্যেই ৩ টি বিভাগে হয়েছে। বাকিগুলিতেও হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এখানে, কর্মসূচি করবেন।” অন্যদিকে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জানিয়েছেন, “আগামী মাস থেকেই রাজ্যের প্রতিটি কেন্দ্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে শুরু করতে হবে পথসভা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে তিনদিন করে প্রবাস করতে হবে এবং গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে দলীয় বার্তা।”

আরও পড়ুন: CSK বা KKR নয়, IPL 2026 নিলামে নামার প্রয়োজন নেই এই দলের! জানালেন খোদ কর্ণধার

প্রসঙ্গত, নির্বাচনের আগে ফের ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করতে চলেছে আরএসএস-এর সহযোগী সংগঠন ‘সনাতন সংস্কৃতি সংসদ’। আগামী ৭ ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে সমবেত গীতাপাঠ কর্মসূচির আয়োজন করতে চলেছে এই সংগঠন। কর্মসূচির প্রচারেও দেখা যাচ্ছে সংঘের চেনা মুখদেরই। আর সেই প্রচারে সবচেয়ে বেশি নজর কাড়ছে প্রণব মুখোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্রান্ত পংক্তি আবৃত্তি করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণববাবুর মুখে উচ্চারিত হচ্ছে ‘কুরুক্ষেত্র চিরস্তব্ধ ভীষণ সমর মন্দ্র/ অন্তিম নতি লহ ভীষ্মের অস্তোন্মুখ চন্দ্র…’। আর তাই নিয়ে তীব্র চাঞ্চল‌্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির আঙিনায়।

Leave a Comment