সহেলি মিত্র, কলকাতা: রেশন ব্যবস্থায় (Rationing) স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। তারপরেও কিছু না কিছু সমস্যা থাকছেই। এহেন পরিস্থিতিতে নতুন করে কেন্দ্রের নজরে পশ্চিমবঙ্গ রাজ্য। জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে বাংলায় একটি বিশেষ অভিযান চালাবে কেন্দ্রের মোদী সরকার, আর এই বিশেষ অভিযানটি হবে রেশন সংক্রান্ত। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় খাদ্যশস্য পেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
রেশন কাটছাঁট করতে চলেছে সরকার?
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ভারতের বৃহত্তম খাদ্য সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮১ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়েছেন। এই প্রকল্পটি বিশেষ করে সমাজের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের জন্য চালু করা হয়েছিল, যাতে তাদের ক্ষুধার সমস্যার সম্মুখীন না হতে হয়। উল্লেখযোগ্যভাবে, এই জনদরদী প্রকল্পটি COVID-19 মহামারীর সময় চালু করা হয়েছিল। সেই সময়ে মানুষের এক কথায় বাড়ি থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়েছিল। সরকার সেই সময়ে দরিদ্রদের সাহায্য করার জন্য এই প্রকল্পটি চালু করেছিল এবং এখন এটি ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এখন প্রশ্ন উঠছে, ২০২৯ সালের পর থেকে কি আর বিনামূল্যে চাল, গম মিলবে না? টাকা দিয়ে কিনতে হবে সবকিছু? সে বিষয়ে কিছু জানা সম্ভব না হলেও ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান। রেশনে কি কাটছাঁট হবে? প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, প্রকল্পের মূল্যায়ণ করতেই এই অভিযাান। আর সেই কাজে সহায়তা করতে রাজ্যের খাদ্যদপ্তরের প্রধান সচিবকে দিল্লির কৃষিভবন থেকে মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বিরজুলাল মিনা পাঠিয়েছেন পত্র। অভিযানের বিশেষ নাম দেওয়া হয়েছে, ‘কনকারেন্ট ইভ্যালুয়েশন।’
বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে অভিযান
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে উত্তরপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্রে এই অভিযান শুরু হয়েছে। লখনউয়ের অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট স্টাডিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল কীভাবে হবে অভিযান, কোথায় কোথায় তা দরকার, তার প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে। সেই মতো ঠিক হয়েছে, রাজ্যে রাজ্যে গিয়ে রেশন গ্রাহক, রেশন দোকানদার, গুদাম, রাজ্যস্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় টিম। নেওয়া হবে রিপোর্ট। তারপরই নাকি ঠিক হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ।
জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায়, রেশন কার্ডধারীদের প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি গম বা চাল দেওয়া হয়। এই শস্য সরকার সরবরাহ করে। এটি জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এর মাধ্যমে প্রদান করা হয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) এর অধীনে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) বা অগ্রাধিকার গৃহস্থালি (PHH) বিভাগের আওতাধীন পরিবারগুলিকে এই সুবিধা প্রদান করা হয়। এর অর্থ হল যদি আপনার পাঁচ সদস্যের পরিবার থাকে, তাহলে আপনি প্রতি মাসে বিনামূল্যে 25 কেজি শস্য পাবেন। এই প্রকল্পটি দরিদ্র পরিবারগুলির জন্য একটি বিশাল স্বস্তি, কারণ এটি তাদের খাদ্য খরচ সাশ্রয় করে।