ডুরান্ড কাপে কবে কবে খেলা ইস্টবেঙ্গল, মোহনবাগানের? প্রকাশিত হল সূচি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আদৌ গড়াবে ডুরান্ড কাপ? ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি নিয়ে বিগত দিনগুলিতে জল ঘোলা হয়েছে অনেক। প্রতিযোগিতা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি কলকাতা ময়দানের প্রধান মোহনবাগানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল গভীর সংশয়।

তবে সবুজ মেরুনের তরফে শর্ত ভিত্তিক সবুজ সংকেত পাওয়ার পরই কাটল জট। প্রকাশ্যে এল ডুরান্ড কাপের সূচি। কবে থেকে শুরু হচ্ছে সেনাবাহিনীর টুর্নামেন্ট? কবে কবে ম্যাচ 3 ময়দান প্রধানের? রইল গোটা সূচি।

কবে থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ 2025?

ডুরান্ড কাপ কমিটির তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী 23 জুলাই থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। প্রতিযোগিতাটি চলবে আগস্ট মাস পর্যন্ত। জানিয়ে রাখি, 16 আগস্ট থেকে শুরু হবে নকআউট পর্ব। এরপর ফাইনাল ম্যাচ রয়েছে আগস্টের 23 তারিখ।

কবে কবে ম্যাচ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের?

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া ডুরান্ড কাপের প্রথম আসরেই অর্থাৎ উদ্বোধনী ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে সাউথ ইউনাইটেড এফসি। তবে দুঃখের বিষয় এবারের ডুরান্ড কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দেখার সৌভাগ্য হবে না ভক্তদের।

তবে হ্যাঁ, একই গ্রুপে পড়েছে মোহনবাগান এবং মহমেডান। এছাড়াও মোহনবাগানের গ্রুপে রয়েছে বাংলার আরেক দল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। বলে রাখি, কলকাতার পাশাপাশি ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে জামশেদপুর, কোকরাঝাড়, শিলং ও ইম্ফলে।

এবার আসি আসল কথায়, একেবারে প্রথম দিন অর্থাৎ 23 জুলাই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে ইস্টবেঙ্গল। এরপর আবার ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 6 আগস্ট, প্রতিপক্ষ হবে নামধারী এফসি। এই ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হবে কিশোরভারতীতে। 10 আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হবে ভারতীয় বায়ু সেনা।

ইস্টবেঙ্গলের পাশাপাশি আগামী 31 জুলাই মহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে 4 জুলাই বিএসএফের বিপক্ষে ম্যাচ রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ 9 আগস্ট ডায়মন্ড হারবার এফসি বিরুদ্ধে, কিশোরভারতীতে খেলার কথা মোহনবাগানের। একইভাবে ময়দানের আরেক অতি পরিচিত দল মহামেডান আবার 28 জুলাই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবে কিশোরভারতীতে। পরবর্তীতে 31 জুলাই মোহনবাগানের বিরুদ্ধে ও 7 আগস্ট বর্ডার সিকিউরিটি ফোর্স দলের বিরুদ্ধে মাঠে নামবে সাদাকালো ব্রিগেড।

অবশ্যই পড়ুন: নিজের দাদা নরেন্দ্রর সাথে সম্পর্ক রাখেন না! ধোনির জন্মদিনে প্রকাশ্যে অজানা এক তথ্য

উল্লেখ্য, ডুরান্ড কাপের ম্যাচগুলির টাইমিং আলাদা আলাদা রয়েছে। সেই সূত্রে বলি, কয়েকটি ম্যাচ বিকেল 4টে থেকে শুরু হবে, কিছু ম্যাচ বিকেল সাড়ে 5টা থেকে এবং কিছু ম্যাচ সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়ার কথা। তবে মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল অথবা অন্য কোনও দল, ডুরান্ডের সব ম্যাচই দেখা যাবে সোনি স্পোর্টসে।

Leave a Comment