ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইষ্টবেঙ্গলের ডার্বির টিকিট কোথায়, কবে থেকে পাবেন?

East Bengal Vs Mohun Bagan Durand Cup Derby Tickets

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভবনাকে সত্যি করে ডুরান্ড কাপে একে অপরের মুখ দেখবে ইস্টবেঙ্গল, মোহনবাগান। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ডুরান্ড কর্তৃপক্ষের চেষ্টায় আগামী 17 আগস্ট, রবিবার যুবভারতীর ময়দানে নামছে কলকাতা ময়দানের দুই প্রধান। আর তার আগেই ডার্বি ঘিরে চড়েছে উন্মাদনা। ভক্তদের মনে প্রশ্ন এখন একটাই, কবে, কোথায়, কীভাবে পাওয়া যাবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ডার্বির টিকিট? রইল সেই সব তথ্য।

কবে থেকে মিলবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির টিকিট ?

আপাতত ডুরান্ড কাপ কর্তৃপক্ষ সূত্রে যা খবর, 14 আগস্ট অর্থাৎ আজ সকাল 11টা থেকেই বুক মাই শো অ্যাপে শুরু হয়ে গিয়েছে ডুরান্ড কাপের ডার্বির টিকিট বিক্রি। জানা যাচ্ছে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কাটতে পারেন।

East Bengal Vs Mohun Bagan Durand Cup Derby Tickets-bkm

তাছাড়াও অনলাইন রিডেম্পশন মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে করা যাবে। 14, 16 ও 17 আগস্ট সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত করা যাবে এই কাজ। এর পাশাপাশি অফলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে ডুরান্ড কর্তৃপক্ষ।

সে ক্ষেত্রে মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে ডার্বির টিকিট কিনতে পারবেন ভক্তরা। আপাতত যা খবর, অফলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে 16 আগস্ট। এদিন সকাল 11টা থেকে পাওয়া যাবে ডার্বির টিকিট।

East Bengal Vs Mohun Bagan Durand Cup Derby Tickets-bkm

 

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের সময়

মঙ্গলবার ডুরান্ড কমিটির তরফে ঘোষিত শেষ আটের সুচি অনুযায়ী, আগামী 17 আগস্ট, রবিবার সন্ধ্যা 7টায় কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাবে দুই চির প্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর সেই ম্যাচ ঘিরেই বর্তমানে ভক্তদের মধ্যে উন্মাদনার জোয়ার বয়ে যাচ্ছে।

অবশ্যই পড়ুন: লন্ডনে পড়াশোনা, কোটি কোটি টাকার সম্পত্তি! চিনে নিন অর্জুন তেন্ডুলকরের বাগদত্তা সানিয়াকে

উল্লেখ্য, ডুরান্ড কাপে ডার্বি, তাই কলকাতা ময়দানের দুই প্রধানই বর্তমানে একপ্রকার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। একদিকে ইস্টবেঙ্গল যেমন চাইছে মোহনবাগানকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে, ঠিক একইভাবে মোহনবাগানও চাইবে কলকাতা লিগের পরাজয় যন্ত্রনা ডার্বির মঞ্চে কাটিয়ে উঠতে। যদিও এর আগে লাল হলুদের হেড কোচ অস্কার বলেছিলেন, প্রতিপক্ষ যেই হোক, লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।

Leave a Comment