সৌভিক মুখার্জী, কলকাতা: বড় বড় শহরগুলোতে দিনের পর দিন রাস্তায় ভিড় যেন অসহনীয় হয়ে উঠছে। কোথাও নতুন ফ্লাইওভার, কোথাও সংকীর্ণ রাস্তা, কোথাও যানজটের কারণে নাছোড়বান্দা হচ্ছে সাধারণ মানুষ। এমতাবস্থায় আশীর্বাদ রূপে ধরা দিচ্ছে ভারতের আধুনিক পরিবেশবান্ধব পরিবহন পড ট্যাক্সি (Pod Taxi), যা নৃত্য যাত্রীদের যাতায়াতের সংজ্ঞাকে পুরো বদলে দেবে।
মাথার উপর দিয়েই চলবে গাড়ি
জানা যাচ্ছে, এই পড ট্যাক্সি ছোট ড্রাইভার বিহীন, ব্যাটারি চালিত গাড়ি, যা উঁচু গাইডওয়ের উপর দিয়ে চলবে। ফলে ভূমিতে আলাদা করে কোনও জমি অধিগ্রহণের দরকার পড়বে না। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরগুলির রাস্তায় যেখানে জায়গা বাড়ানো সম্ভব নয়, সেখানে এই আকাশপথে নতুন পরিবহন ব্যবস্থা হতে পারে একেবারে উন্মুক্ত সমাধান। সবথেকে বড় ব্যাপার, এই যানবাহনে কোনওরকম শব্দ নেই। কারণ, এটি পুরোপুরি ইলেকট্রিকে চলবে, এমনকি সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই এটি দিয়ে কোনও গ্যাসও নির্গত হবে না। আর এই পড ট্যাক্সি মেট্রো, বাস ও রোড নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে।
কীভাবে কাজ করবে এই পড ট্যাক্সি?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গেল, ব্যক্তিগত দ্রুতগতির পরিবহন নামে পরিচিত এই পড ট্যাক্সিগুলি মোটামুটি তিন থেকে ছয়জন যাত্রী বহন করতে পারবে। আর এর সবথেকে উল্লেখযোগ্য সুবিধা হল স্টেশন উঠলেই সরাসরি গন্তব্যে পৌঁছে দেবে। মাঝপথে কোনওরকম স্টপেজের ঝামেলা নেই। এমনকি এই গোটা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবেই চলবে। সেখানে মানুষের ভুলের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নিরাপত্তায় আরও বেশি জোর দেওয়া হবে।
আরও পড়ুনঃ গন্তব্য ছিল মক্কা থেকে মদিনা! সৌদি আরবে বাস দুর্ঘটনায় ঝলসে মৃত্যু ৪২ জন ভারতীয়র
বলাবাহুল্য, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, লন্ডন, জাপানের মতো বেশ কিছু শহর এবং দক্ষিণ কোরিয়ায় এখন এই পড ট্যাক্সি সাধারণ মানুষের জন্য নিত্যদিনের সঙ্গী। আর ভারতও এবার সেই দিকে পা দিচ্ছে। মুম্বাইয়ের ব্যস্ত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে আগে যে পড ট্যাক্সি প্রকল্পের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, এই উদ্যোগেরই বাস্তব রূপ তা বলা চলে। জানা যাচ্ছে, প্রথমবার নবী মুম্বাই এবং মীরা-ভায়ন্দরকে সংযুক্ত করবে এই অত্যাধুনিক যান চলাচল ব্যবস্থা।