ড্রোন অতীত, বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বোমা বানাল পাক বন্ধু তুরস্ক!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের একাধিক দেশে ভয়ানক সব ড্রোন রপ্তানি করে অতি পরিচিত হয়ে উঠেছে পাক বন্ধু তুরস্ক। তবে এবার ড্রোনের পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে এমন বোমা প্রস্তুতকারক দেশ হিসেবেও নিজেদের ছাপ রাখল তুর্কি।

ইস্তাম্বুলে চলমান 6 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী মেলায় বিশ্বের অন্যতম বিপদজনক দুটি অ-পারমানবিক বোমা উপস্থাপন করেছে রিচেপ এরদোয়ানের দেশ। যার মধ্যে একটির নাম GAZAP এবং অপরটি হল NEB-2 Ghost। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই বোমার মধ্যে GAZAP বোমাটি বর্তমান বিশ্বে প্রচলিত যত স্ট্যান্ডার্ড MK সিরিজের বোমা রয়েছে, তাদের থেকে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী।

তুর্কি বোমার বৈশিষ্ট্য

সোমবার থেকে শুরু হওয়া ইস্তাম্বুলের সমরাস্ত্র মেলায় তুরস্কের তরফে যে ভয়ানক দুটি বোমা উপস্থাপন করা হয়েছে এগুলি তৈরি করেছে তুরস্কেরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। RDC-র গবেষকদের দাবি, এই দুই বোমার ওজন 970 কেজি। যেগুলি মূলত F-16 যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যেতে পারে।

প্রতিরক্ষা সংস্থা, সেনাবাহিনী এবং কৌশলগত বিশ্লেষকদের উপস্থিতিতে তুরস্ক শুধুমাত্র তার অস্ত্র বিক্রিই করেনি, সেই সাথে গোটা বিশ্বকে দেখিয়েছে তারা এখন বিশ্বের অন্যতম বোমা প্রস্তুতকারক দেশও হয়ে উঠেছে।

তুরস্কের ওই প্রতিরক্ষা সংস্থার গবেষক দলের নেত্রী নিলুফার কুজুল সাংবাদিকদের জানিয়েছেন, GAZAP বোমাটি বর্তমান বিশ্বের শক্তিশালী স্ট্যান্ডার্ড MK সিরিজের বোমাগুলির তুলনায় অন্তত তিনগুণ বেশি শক্তিশালী। তবে এই বোমাটি বিমান থেকে নিক্ষেপযোগ্য হলেও সব যুদ্ধবিমান থেকে এই বোমা ছোড়া যাবে না।

Turkey Most dangerous bomb Know more

অবশ্যই পড়ুন: প্রথমবার পিছনে পড়ল চিন! আমেরিকার এক নম্বর স্মার্টফোন সরবরাহকারী দেশ হল ভারত

ওই প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, সাধারণ স্ট্যান্ডার্ড MK সিরিজের বোমায় ফ্র্যাগমেন্টেশন বা বিস্ফোরকের উপাদান প্রতি মিটারে 3.2 হয়ে থাকে, তবে GAZAP বোমাটির ক্ষেত্রে বিস্ফোরক উপাদানের অনুপাত একেবারে 10.13। কাজেই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করার পর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে এই GAZAP।

শুধু তাই নয়, ওই প্রতিরক্ষা সংস্থার গবেষক দলের নেত্রী নিলুফার জানিয়েছেন, GAZAP যে এলাকায় বিস্ফোরিত হবে তার চারপাশের অন্তত 160 কিলোমিটার এলাকার তাপমাত্রা এক ধাক্কায় 3 হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। আসলে যেই তাপমাত্রায় ইস্পাত গোলে যায়। তুর্কির এই বোমাকে বিশ্বের দ্বিতীয় বিপদজনক বোমা হিসেবে দাবি করা হচ্ছে!

Leave a Comment