ঢাকায় ভয়াবহ দুর্ঘটনা! কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার F-7 বিমান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা! রাজধানী ঢাকার উত্তরায় ভেঙে পড়ল বাংলাদেশ বায়ু সেনার বিমান। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর ভেঙে পড়ে ওপার বাংলার বায়ু সেনার বিমানটি। এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতদের সংখ্যা 4 জনেরও বেশি।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার দুপুর 1টা 6 মিনিট নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের প্রধান ক্যাম্পাসের ওপর ভেঙে পড়ে। ওপার বাংলার সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার খবর পেতেই তড়িঘড়ি পূর্বাঞ্চল ফায়ার স্টেশনকে খবর দেওয়া হয়।

সেই মতোই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের 8টি ইউনিট। জোর কদমে চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। এরই মাঝে শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মৃত্যু হয়েছে একজনের। তবে ওপার বাংলার সেনারা আশঙ্কা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ব্যাপক ক্ষতি হয়েছে মাইলস্টোন কলেজের!

বাংলাদেশ বায়ু সোনার বিমানটি আচমকা মাইলস্টোন কলেজের ওপর ভেঙে পড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজের একাধিক ভবন। এমনটাই দাবি মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমানের। ইতিমধ্যেই, বায়ুসেনার বিধ্বস্ত বিমানের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

অবশ্যই পড়ুন: ডিভোর্সি স্ত্রীকে মাসিক খোরপোশ দিতে ছিনতাই শুরু করেন বেকার স্বামী, গ্রেফতার করল পুলিশ

প্রসঙ্গত, দুর্ঘটনার খবর পেতেই স্থানীয়দের সহায়তায় জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশ সেনা। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাংলাদেশ সেনা ও স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

Leave a Comment