সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে হৃদরোগের ঝুঁকি। আগে দেখা যেত বয়স্ক মানুষের মধ্যে এই প্রবণতা বেশি থাকত। কিন্তু এখন অল্পবয়সীদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। এখন কেউই যেন সুরক্ষিত নয়। কখন কোন রোগ শরীরে নিজেদের অতর্কিতে থাবা বসাবে কেউ বুঝতেও পারে না। এহেন পরিস্থিতিতে একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে উঠে এল, যা আপনাকেও অবাক করবে। কেন প্রাপ্তবয়স্কদের মধ্যে আকস্মিক মৃত্যুর প্রবণতা বাড়ছে? এর জন্যে কি Covid 19 ভ্যাকসিন দায়ী? উঠছে প্রশ্ন।
আকস্মিক মৃত্যুর জন্য দায়ী কোভিড ভ্যাকসিন?
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং AIIMS দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে কোভিড-১৯-এর পরে প্রাপ্তবয়স্কদের আকস্মিক মৃত্যুর সঙ্গে করোনার ভ্যাকসিনের কোনও যোগসূত্র নেই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও স্পষ্ট করে জানিয়েছে যে তরুণদের হার্ট অ্যাটাকের সাথে করোনার টিকার কোনও যোগসূত্র নেই। মন্ত্রক জানিয়েছে যে ICMR দ্বারা পরিচালিত গবেষণায় করোনার টিকা এবং হার্ট অ্যাটাকের মধ্যে কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
২০২৩ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে দেশের ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি হাসপাতালে এই গবেষণাটি পরিচালিত হয়েছিল। এই গবেষণাটি এমন ব্যক্তিদের উপর করা হয়েছিল যারা সম্পূর্ণ সুস্থ ছিলেন কিন্তু ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে হঠাৎ মারা গেছেন। গবেষণায় দেখা গেছে যে করোনা ভ্যাকসিনের কারণে তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়েনি। তরুণদের আকস্মিক মৃত্যুর সাথে এর কোনও যোগসূত্র নেই।
বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিবৃতিতে বলেছিলেন যে করোনার ভ্যাকসিনের তাড়াহুড়ো অনুমোদন এবং বিতরণ রাজ্যে তরুণদের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে আইসিএমআর এবং এইমসের এই গবেষণা। এই গবেষণাটি এমন এক সময়ে করা হয়েছে যখন দেশজুড়ে তরুণদের মধ্যে হৃদরোগে মৃত্যুর ঘটনা বেড়েছে। আইসিএমআর এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এই আকস্মিক মৃত্যুর কারণ বোঝার জন্য কাজ করছে। এই গবেষণায়, জীবনধারা এবং পূর্ববর্তী অবস্থাগুলিকে আকস্মিক মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরও পড়ুনঃ ৮৫০০০০০০০০০০০০০ টাকা বিনিয়োগ! ১৫ ব্র্যান্ডকে নিয়ে নয়া কোম্পানি খুলছেন আম্বানি
এই বিষয়ে দিল্লি এইমসের চিকিৎসক রন্ধীপ গুলেরিয়া বলছেন, “হৃদরোগে মৃত্যুর কারণে তরুণদের মৃত্যুর খবর রয়েছে। এই কারণে কিছু গবেষণা হয়েছে। যদি আপনি ICMR এবং AIIMS এর গবেষণাগুলি দেখেন, তারা স্পষ্টভাবে দেখিয়েছে যে এই যুবকদের মৃত্যুর COVID-19 ভ্যাকসিনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। COVID-19 ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সমস্ত ভ্যাকসিন/ড্রাগের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে COVID-19 ভ্যাকসিন এবং হৃদরোগের মধ্যে কোনো সম্পর্ক নেই।”
#WATCH | Delhi: Former Director AIIMS Delhi, Dr Randeep Guleria says, “There are reports of young people dying because of sudden cardiac arrests. There have been studies to look into this cause. If you look at studies from ICMR and AIIMS, they have clearly shown that these young… pic.twitter.com/vgSL8i2HGg
— ANI (@ANI) July 3, 2025