তরুণের স্বপ্ন’র ট্যাব কেনার ১০,০০০ টাকা কবে দেবে রাজ্য সরকার? এল আপডেট

Taruner Swapna Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা করে দেয়। করোনার পরপরই চালু হয়েছিল এই তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)। তবে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ এই প্রকল্পের টাকা দেওয়া হয়। কিন্তু এবার নভেম্বর গড়িয়ে ডিসেম্বর পড়ার পথে। তবুও শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি। নেপথ্যে কী কারণ?

কেন দেরি হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে?

পশ্চিমবঙ্গ সরকারের চালু করা জনপ্রিয় স্কিমের মধ্যে এটি অন্যতম। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এবার টাকা দিতে দেরি হওয়ার মূল কারণ হল হ্যাকিং বা প্রতারণা আটকানো, যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনওরকম সমস্যা ছাড়াই টাকা ঢোকে তার ব্যবস্থা করা। জানা গিয়েছে, চলতি বছর প্রতারণার আটকানোর জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্র-ছাত্রীদের আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

তবে সবথেকে বড় ব্যাপার, এখনো পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন ডকুমেন্ট পোর্টালে নথিভুক্ত করা হয়নি। মূলত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই প্রকল্পের জন্য আবেদন করায় এবার দেরি হচ্ছে। এমনকি পড়ুয়াদের তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভারে বিভিন্ন রকম বিভ্রাট দেখা যাচ্ছে। সেই কারণেই এই প্রকল্পের টাকা দিতে দেরি।

আরও পড়ুনঃ 200MP ক্যামেরা, তুখোড় ডিজাইন! প্রকাশ্যে Samsung Galaxy S26 Ultra-র দাম, ফিচার্স

কবে ঢুকবে টাকা?

ছাত্র-ছাত্রীদের জন্য এই তরুণের স্বপ্ন প্রকল্পে ১০,০০০ টাকা প্রতিটি জেলার ট্রেজারি থেকেই দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত করা সম্ভব হয়নি। কারণ, বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যা দেখা যাচ্ছে। এমনকি অনেক পড়ুয়ার ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী এক মাসের মধ্যেই সমস্যার সমাধান করে ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে।

Leave a Comment