তল্লাশির খবর পেয়ে পুড়িয়েছেন কয়েক কোটি! তবুও ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার কুবেরের ধন

bihar engineer raid

সহেলি মিত্র, কলকাতা: তদন্তে নেমে তদন্তকারীদের চোখ উঠল কপালে। দেশে এরকম দুর্নীতির খবর হয়তো খুব কমই হয়েছে। বিহারের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিনোদ কুমার রাইয়ের বাড়িতে হানা (Bihar Engineer Raid) দিয়েছিলেন অর্থনৈতিক অপরাধ ইউনিট। এরপর তল্লাশি অভিযান চালিয়ে অর্থনৈতিক অপরাধ ইউনিট (EOU) ৫৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে। এদিকে এই অভিযানের খবর পেয়ে ইঞ্জিনিয়ার বিনোদ কুমার রাই কয়েক কোটি টাকা পুড়িয়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

ইঞ্জিনিয়াড়ের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়!

বিহারের গ্রামীণ পূর্ত বিভাগে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত বিনোদ রাই বর্তমানে তার কালো টাকার জন্য শিরোনামে রয়েছেন। এদিকে খবর পেয়ে EOU দল যখন তার পাটনার বাসভবনে অভিযান চালায়, তখন তিনি ও তাঁর স্ত্রী মিলে রাতারাতি প্রায় ২ থেকে ৩ কোটি টাকার নগদ টাকা পুড়িয়ে ফেলেন বলে অভিযোগ, কিন্তু তা সত্ত্বেও, সকালে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয় বৃহস্পতিবার গভীর রাতে যখন ইওইউ টিম বিনোদ রাইয়ের পাটনার বাড়িতে পৌঁছায়, তখন তার স্ত্রী জানান যে তিনি বাড়িতে একা। এই কারণে, অফিসারদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিনোদ রাই সারা রাত ধরে বাড়ির উপরের ঘরে নোটগুলি পুড়িয়ে ফেলেন। সকালে দলটি যখন বাড়িতে প্রবেশ করে, তখন বাড়ির জলের ট্যাঙ্ক, বাথরুমের পাইপ এবং অন্যান্য জায়গা থেকে মোট ৩৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। এর সাথে, আধ পোড়া নোট এবং ১২.৫ লক্ষ টাকার পোড়া নোটের ধ্বংসাবশেষও পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে বিনোদ রাইয়ের প্রায় ১০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ১৮টি সম্পত্তির দলিল, ১৫টি ব্যাংক অ্যাকাউন্ট, অংশীদারিত্বের নথি, ২৬ লক্ষ টাকার গয়না, বীমা পলিসি এবং বিনিয়োগের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এই মামলাটি ইডি তদন্ত করার সম্ভাবনাও রয়েছে।

গ্রেফতার ২

নোট পোড়ানো এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে ইওইউ বিনোদ রাই এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে। অসুস্থতার কারণে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে চিকিৎসাধীন। বিনোদ রাই গ্রামীণ পূর্ত বিভাগের সীতামারহি বিভাগের একজন ইঞ্জিনিয়ার এবং তিনি মধুবনীতেও কাজ করছেন। বৃহস্পতিবার রাতে ইওইউ খবর পায় যে বিনোদ রাই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে পাটনার ভূতনাথ রোডে তার বাড়িতে যাচ্ছেন। ইওইউ পথে তাকে ঘিরে ফেলার চেষ্টা করে, কিন্তু তাকে ধরা যায়নি। যাইহোক, এহেন ঘটনা গোটা রাজ্য তথা দেশে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment