তাঁর থেকে আসিম মুনিরের গুরুত্ব বেশি! অপমানে পদত্যাগ করতে পারেন পাক প্রতিরক্ষা মন্ত্রী

Khawaja Asif On Pak government and Asim Munir he is worried and bored

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের (Khawaja Asif) মাথা যন্ত্রণা বাড়িয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। শোনা যাচ্ছে, মুনির যেভাবে নানা মহল থেকে মর্যাদা পাচ্ছেন তাতে যথেষ্ট উদ্বিগ্ন পাক প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, শেহবাজ শরীফ সরকারের প্রতিরক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর পরিবর্তে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর করেন মুনির। এছাড়াও পাক সরকারের কর্মকাণ্ডে বেজায় ক্ষুব্ধ তিনি। আর এইসব ঘটনাকে সামনে রেখে এবার প্রশ্ন উঠছে তাহলে কি পদত্যাগ করবেন খাজা?

প্রতিরক্ষা মন্ত্রীর পদ ছাড়তে পারেন খাজা?

TV 9 এর একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সরকারি কর্মকর্তা এবং পিএমএলএন নেতাদের উপর যথেষ্ট ক্ষিপ্ত খাজা আসিফ। বিগত দিনগুলিতে পাক সরকারের নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সেই সব বক্তব্য নতুন মোড় নিল। সদ্য পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী জাতীয় পরিষদের প্রতিরক্ষা মন্ত্রী খাজার পদত্যাগ দাবি করেছেন।

পাক রেলমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের বিরুদ্ধে মন্তব্য করার থেকে পদত্যাগ করে নেওয়া অনেক ভাল। আব্বাসীর এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন খাজা আসিফ? বলা বাহুল্য, শেহবাজ সরকার গঠনের পরই খাজাকে প্রতিরক্ষা বিভাগের প্রধান করা হয়। তবে নামেই তিনি প্রতিরক্ষা মন্ত্রী, আদতে পাকিস্তানের প্রতিরক্ষা থেকে শুরু করে অন্যান্য সব ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য সবার আগে নাম আসে সেনাপ্রধান আসিম মুনিরের। আমেরিকায় ট্রাম্পের সাথে দেখা করতে যাওয়া হোক কিংবা চিনে প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক, কার্যত সব ক্ষেত্রেই উপস্থিত থাকেন তিনি। আর সেটাই এখন আসিফের গাত্রদাহ হয়েছে!

অবশ্যই পড়ুন: ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল, তাও এই কারণে দিমিত্রিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল

সরকারের বিরুদ্ধে খাজা আসিফের বিতর্কিত মন্তব্য

বিগত দিনগুলিতে সরকারের বিরুদ্ধে তোপ দেগে একাধিক বিতর্কিত মন্তব্য শনিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। যার মধ্যে অন্যতম হল, সম্প্রতি খাজা আসিফ বলেছিলেন বন্যার জন্য দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায়ই দায়ী। পাকিস্তানি ঠিকাদাররা সরকারের সাথে হাত মিলিয়ে পাহাড়ি জমি দখল করছে। এমন পরিস্থিতিতে বন্যার জল কোথায় যাবে? খাজা সেইসব পাকিস্তানি নেতাদেরও সমালোচনা করেন যারা বন্যার জন্য ভারতকে দায়ী করছে। পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, কারো বাধার কারণে জল বন্ধ হয় না। এতে ভারতের কোনও দোষ নেই। আসলে পাকিস্তানের অবকাঠামোই দুর্বল।

এছাড়াও পাকিস্তানের আমলাতন্ত্র নিয়েও মন্তব্য করেন খাজ। সম্প্রতি পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, পাকিস্তানি অফিসাররা গাদা গাদা টাকা লুঠ করে পর্তুগালে বাড়ি তৈরি করেছেন। জাতীয় পরিষদ এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভিন্ন সময়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী দেশের দুর্নীতির জন্য গোটা ব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি এও বলেন, পাকিস্তানে এমন অবস্থা তৈরি হয়েছে যে আর কোনওদিনও দুর্নীতি আটকানো যাবে না!

শুধু তাই নয়, তৃতীয় বক্তব্য হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতিতে মরিয়ম নওয়াজকে একেবারে কোণঠাসা করে ফেলেছিলেন! আসিফের মতে, রাজ্য সরকারগুলি ঠিক মতো কাজ করতে পারছে না। এছাড়াও সম্প্রতি বন্যা নিয়ে এক আজব মন্তব্য রেখেছিলেন আসিফ। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বন্যার জলকে আল্লাহর আশীর্বাদ বা উপহার বলেই উল্লেখ করেন।

Leave a Comment