তাজমহলের যেখানে যেতে পারেনা কেউ, সেই গোপন কামরায় গিয়ে ভিডিও! ছড়াল বিতর্ক

Taj Mahal

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে আগ্রার তাজমহল (Taj Mahal) একটি। এটি মূলত মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ হিসেবেই তৈরি করা। সাদা মার্বেলের এই স্থাপত্যটি শুধুমাত্র প্রেমের প্রতীক নয়, বরং ভারতীয় ইতিহাসের এক জলজ্যান্ত নিদর্শন। হ্যাঁ, এই তাজমহলের ভিতরেই রয়েছে শাহজাহান ও মমতাজের আসল সমাধি, যা সাধারণ পর্যটকদের জন্য বহু বছর ধরেই বন্ধ।

কিন্তু সম্প্রীতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই জল্পনাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি গোপন পথ দিয়েই পৌঁছে যাচ্ছেন শাহজাহান ও মমতাজের আসল সমাধির সামনে, আর ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি পুরনো হিন্দি গান “Jo wada kiya…”, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল।

সাধারণের জন্য বন্ধ, তবুও কীভাবে ভিডিও?

উল্লেখ্য, তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন। কিন্তু সমাধি কক্ষে প্রবেশের অনুমতি বহু বছর ধরেই বন্ধ রাখা হয়েছে। মূলত ঐতিহাসিক নিদর্শন সংস্কারের সার্থরক্ষা করতেই এই পদক্ষেপ। তাই হঠাৎ করেই সেই অন্দরমহলের দৃশ্য সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, কীভাবে ওই ব্যক্তি এতদূর পৌঁছে গেলেন?

 

View this post on Instagram

 

A post shared by Dinbhar bharat (@dinbhar_bharat_)

এই ভিডিও সামনে আসতেই ভিউ আর কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন লিখেছেন, 2025 সালের সবথেকে পুরনো স্থাপত্যের খেতাব পেয়েছে তাজমহল। গর্বের বিষয়, যে এটি ভারতের ঐতিহ্যবাহী। আর একজন বলেছেন, আমি 1994-95 সালে এখানে গিয়েছিলাম। তখন এই অংশটা খোলা ছিল, আমিও দেখেছি।

যদিও কিছু কিছু নেট নাগরিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নেতিবাচক মন্তব্য করেছে। অনেকেই তাদের পাল্টে জবাব দিয়ে মনে করিয়ে দেন যে, তাজমহল শুধুমাত্র স্থাপত্য নয়, বরং ভারতীয় ইতিহাসের এক নিদর্শন। একজন দর্শনার্থী লিখেছেন, তাজমহলকে নিয়ে বিদ্রুপ করার কিছুই নেই। আমি একবার এখানে গিয়েছিলাম। আবারো যেতে চাই। এর সৌন্দর্য ও ইতিহাস দুটোই চোখ ধাঁধানো।

আরও পড়ুনঃ নিমেষে গুঁড়িয়ে যাবে শত্রু, Agni V-র সফল উৎক্ষেপণে বদলে গেল দেশের প্রতিরক্ষার সংজ্ঞা

এদিকে প্রতিবছর কেবলমাত্র দেশীয় পর্যটক থেকেই 3.29 মিলিয়ন ভিড় জমে তাজমহলে। বিদেশী পর্যটক মিলিয়ে এই সংখ্যা 7 থেকে 8 মিলিয়ন ছাড়িয়ে যায়। অর্থাৎ ভারতীয়দের কাছে সবথেকে জনপ্রিয় মনুমেন্ট এই তাজমহল। আর তাজমহলকে ঘিরে এরকম বিরল ভিডিও সাধারণ মানুষের মধ্যে যে আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment