সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস। লা নিনার প্রভাবে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছে বাংলা সহ সমগ্র দেশে। সেইসঙ্গে অবশ্য কিছু জায়গায় বৃষ্টিপাতও চলছে। যাইহোক, শনিবার মরসুমের শীতলতম দিন রেকর্ড হয়েছে কলকাতা শহরে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। এছাড়া বাদবাকি জেলাগুলির তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আইএমডি কলকাতা জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য অংশেও তাপমাত্রা কমেছে। আজ রবিবার থেকে আরও পারদ পতনের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিসের মতে, আজ থেকে বাংলাজুড়ে আরও বেশ খানিকটা শীতের তীব্রতা বাড়বে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় স্বাভাবিকের থেকে বেশিই ঠান্ডা থাকবে। সেইসঙ্গে কুয়াশার দাপটও থাকবে বলে খবর। আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি না হওয়ার পূর্বাভাস দিয়েছে, যার ফলে উত্তুরে হাওয়া বাংলায় ঢোকা থেকে কেউ আটকাতে পারবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর জানিয়েছে, শীতের পাশাপাশি রবিবার কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায়। সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীঘ্রই শীত তীব্রতর হবে বলে আশা করা হচ্ছে। এই মরশুমে, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যগুলিতে ঠান্ডা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। WMO-এর পূর্বাভাস অনুসারে, লা নিনার কারণে উত্তর ভারতে তীব্র শীত পড়বে, যার প্রভাব বাংলাতেও পড়বে।