তাহলে কি অবসর নিয়ে নেব? পন্থকে দেখতে পেয়েই বলে দিলেন রোহিত শর্মা

Will I retire, Rohit Sharma saying in Pant viral video

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছরের শুরুটা চ্যাম্পিয়নস ট্রফি জয় দিয়ে হয়েছিল ভারতের। বহু প্রতিকূলতা কাটিয়ে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। আর তারপরই সেলিব্রেশনের মধ্যে দিয়ে চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির জয়টা স্মরণীয় করে রেখেছিল ভারতীয় দল। স্বাধীনতা দিবসের দিন, সেই রাতেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় তারকা ঋষভ পন্থ।

সেখানেই ঋষভকে উদ্দেশ্য করে রোহিত শর্মাকে বলতে শোনা যায়, অবসর নিয়ে নেব? আর তারপরই ওয়ানডে ক্রিকেট থেকে হিটম্যানের অবসর নিয়ে বাড়ে জল্পনা! যদিও মাঝে গঙ্গা দিয়ে বহু জল বয়ে যাওয়ার পর এবার আরও একবার সেই জল্পনা উসকে গেল..

ঋষভ পন্থের X পোস্ট

গতকাল অর্থাৎ 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন নিজের X হ্যান্ডেলে চলতি বছর ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের একটি ভিডিও পোস্ট করেন ভারতীয় তারকা ঋষভ। ভিডিওটিতে দেখা যায়, রবীন্দ্র জাদেজা একটি চার মেরে ভারতীয় দলকে জেতালেন। ড্রেসিং রুমের টিভিতে সেই দৃশ্য দেখার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে টিম ইন্ডিয়ার বাকিরা।

অবশ্যই পড়ুন: ম্যাচ চলাকালীন রেফারিকে মারধর! তৃণমূল ঘনিষ্ঠর দাদাগিরির ভিডিও পোস্ট শুভেন্দুর

উচ্ছ্বাসে শুভমন সহ একে একে প্রত্যেকেই পরস্পরকে আলিঙ্গন করতে শুরু করেন। এরপরই ভিডিওটিতে দেখা যায় মাঠের দৃশ্য। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সেলিব্রেশানের প্রস্তুতির মুহূর্ত ধরা পড়ে ওই ভিডিওতে। এসবের মাঝেই ভিডিওটির একেবারে শেষের দিকে, হঠাৎ পন্থকে উদ্দেশ্য করে রোহিত শর্মা বলেন তাহলে কি অবসর নিয়ে নেব? প্রতিবার ট্রফি জিতলেই অবসর নিয়ে নিতে হবে নাকি?

এরপরই এক গাল হেসে পন্থ বলেন, আমি তো সেটা বলিনি। তুমি আরও খেলো। আমরা সবাই এটাই চাই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে পন্থ লিখেছিলেন, শুভ স্বাধীনতা দিবস, ভারত। কিছু স্মৃতি সারাজীবন থেকে যায়। সবার আগে থেকে যাবে ভারতের ট্রফি জয়। ভারতবাসী হিসেবে গর্বিত।

 

Leave a Comment