তিনদিন পর থেকে ঘুরবে শীতের খেলা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলা জুড়ে শীতের কামড় (Weather Update) যেন বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ, সবত্রই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রিতে, কোথাও আবার ১০ ডিগ্রির ঘরে। শীতের করাল গ্রাসে জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। তবে বেশি দিন এই কষ্ট সহ্য করতে হবে না, কারণ শনিবার থেকেই নাকি ঘুরতে চলেছে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী চার দিনের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে রাত, সব সময়ই কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা। তবে যেহেতু কুয়াশা কেটে রোদ উঠছে তাই দিনেও শীতের অনুভূতি কম থাকবে। ৩ দিন পর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হঠাৎ শনি থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

আরও পড়ুনঃ জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে। তবে কুয়াশার দাপট থাকলেও বৃষ্টির এখনই কোন সম্ভাবনা নেই। এদিকে এইমুহুর্তে দক্ষিণে আর পারদ পতনের সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন করে তাপমাত্রা কমল না দক্ষিণবঙ্গে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আরও দুই দিন শৈত্য প্রবাহ বজায় থাকবে বেশ কিছু জেলায়। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: মা-বাবার সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ব্যবধান মাত্র ১৫ বছরের! মুখ খুললেন নোবেলজয়ীর ভাই

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের পারদ অপরিবর্তিত থাকলেও শীতের ঝোড়ো ব্যটিং অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ডুয়ার্স ও ধূপগুড়ি ব্লক সহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। বিশেষ করে চা-বাগান অধ্যুষিত অঞ্চল ও ভুটান সীমান্ত লাগোয়া এলাকাগুলি ঘন কুয়াশায় ঢেকে থাকায় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

1 thought on “তিনদিন পর থেকে ঘুরবে শীতের খেলা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?”

Leave a Comment