প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গতকাল রাজ্যের কলেজগুলিতে প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে। OBC সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা বৃদ্ধি করল না সরকার। এদিকে এখনও ভর্তির জন্য অসংখ্য আসন বাকি, যা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষাদপ্তর। এমতাবস্থায় প্রথম পর্যায়ে মেধাতালিকা প্রকাশের দিনক্ষণ নিজের এক্স হ্যান্ডলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রাজ্যে কলেজে ভর্তির সিংহভাগ আসনই ফাঁকা
২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষ বিভাগ পড়ুয়াদের স্নাতক স্তরে ভর্তির জন্য একটি সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল চালু করেছিল। যার মাধ্যমে ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একটি একক প্ল্যাটফর্ম থেকে আবেদন করতে পারেন। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নিয়েছিল সরকার। এছাড়াও এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক কলেজে আলাদাভাবে আবেদন করার ঝামেলা থেকে মুক্তি মিলবে। কিন্তু এইমুহুর্তে দেখা যাচ্ছে রাজ্যে কলেজে ভর্তির সিংহভাগ আসনই ফাঁকা। শুধু তাই নয় ফল প্রকাশের এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট নয় যে কবে থেকে শুরু হবে ভর্তি। যার দরুন ক্রমেই আশঙ্কা বাড়ছে শিক্ষামহলের অন্দরে।
ভর্তির সময়সীমা বাড়িয়েও লাভ হল না দপ্তরের
উচ্চশিক্ষা দপ্তরের স্নাতক স্তরে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের ভর্তিতে গতকাল অর্থাৎ ৩০ জুলাই বুধবার ছিল আবেদনের শেষদিন। দেখা গিয়েছে সন্ধে পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পড়ুয়ার আবেদন করেছেন। অবাক করা বিষয় হল এদিকে স্নাতক স্তরে শূন্য আসনের সংখ্যা প্রায় সাড়ে ৯ লক্ষ। অর্থাৎ কলেজে ভর্তিতে ফাঁকা রয়েছে প্রায় ৬ লক্ষ আসন। চলতি বছর গত ১৭ জুন থেকে চালু হয়েছে ভর্তি প্রক্রিয়া। পর পর তিনবার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। প্রথমে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরে আবার সেই সময়সীমা ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। তারপর আবার সেই সময়সীমা রাজ্য আরও ৫ দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়, কিন্তু লাভের লাভ কিছুই হল না।
এক্স হ্যান্ডেলে পোস্ট শিক্ষা মন্ত্রীর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে গতকাল অর্থাৎ বুধবার স্নাতক স্তরে ভর্তি প্রসঙ্গে জানিয়েছেন যে, ”উচ্চ শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিলো আজ। সন্ধ্যে ৬ টা অবধি ৩,৫৯,১১৪ জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে মোট ২০,৬৯,৭৬০ টি আবেদন করেছেন। মোট নথিভূক্ত বা রেজিস্টার্ড এই ছাত্রছাত্রীদের মধ্যে ৪,৩১১ জন ভিন রাজ্যের বাসিন্দা। চ্যাটবট ‘বীণা’ উত্তর দিয়েছে ৫২,৫২৫ টি প্রশ্নের। যে সমস্ত আবেদনকারী তাঁদের জাতিগত অবস্থান উল্লেখ করেননি, তাঁদের অবিলম্বে এই অবস্থান পোর্টালে নিজেদের আবেদনপত্রে স্পষ্ট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রথম মেধাতালিকা পোর্টালে ৭ আগস্ট প্রকাশিত হবে।”
আরও পড়ুন: ‘বাংলায় ফিরলে কত টাকার কাজ দেবেন?’ মমতাকে প্রশ্ন রাজস্থানের পরিযায়ী শ্রমিকের! ভাইরাল ভিডিও
উল্লেখ্য, পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষা দপ্তরের স্নাতক স্তরে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের আবেদন করার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি ৷ জানা গিয়েছে দ্বিতীয় দফার এই ভর্তি আগামী ২ আগস্ট থেকে ১১ আগস্ট আবেদন করার সুযোগ থাকছে। ১৪ আগস্ট কলেজে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও সিট বরাদ্দ করা হবে৷ ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বরাদ্দ সিটে ভর্তি প্রক্রিয়া চলবে৷ ২১ আগস্ট আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে। ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভর্তি হওয়া পড়ুয়াদের নথি যাচাই হবে।