বিক্রম ব্যানার্জী, কলকাতা: গবাদি পশুর খাবার সংগ্রহ করতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ ঝরল 18 বছর বয়সী এক তরুণীর (Snake Bites Woman)। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের মোরেনার নাউদান্দা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সাপে কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে!
তরুণীকে সাপে কামড়ালো কীভাবে?
দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় ভারতী কুশওয়াহা নামক ওই তরুণী বাড়িতে ফিরে একটি বৈদ্যুতিক মেশিন দিয়ে গবাদি পশুদের খাবার কাটছিলেন। মূলত, খর, বিচুলি কাটার সময় কোনওক্রমে একটি বিষাক্ত সাপ ওই মেশিনের ভিতরে আটকে পড়ে। পরবর্তীতে মেশিনটি চালানো হলে সাপটি তাতে তিন খণ্ড হয়ে যায়। পরবর্তীতে ওই তরুণী পোষ্যদের খাবারের গামলায় হাত দিতেই তাঁকে কামড়ে দেয় সাপটি।
স্থানীয় সূত্রে খবর, ধারালো মেশিনে তিন টুকরো হয়েও সাপটির কাটা অংশ ওই তরুণীকে কামড়ে ছিল। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু হয় তাঁর। যদিও পরিবারের তরফ মেয়েটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই, তবে চিকিৎসকরা তাঁকে দেখামাত্রই মৃত বলে ঘোষণা করেন।
অবশ্যই পড়ুন: ওয়ানডেতে হারের বদলা নেবেন সূর্যরা! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হবে ভারতের একাদশ?
উল্লেখ্য, বিষাক্ত সাপের কামড়ে তরুণীর মৃত্যুতে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে সেই রিপোর্ট হাতে পেলে পরিবারের কাছে তরুণীর দেহ হস্তান্তর করা হয়েছে।