তিন জেলায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে পারদ নামবে ১৮-তে! চলে এল শীত? আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আর এর জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শীতের পথে ফের বাধা? এই বিষয়ে এখনো অবধি পাকাপাকিভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। এদিকে গত কয়েকদিন ধরে ভোর ও রাতের দিকে বেশ শীত শীত অনুভূত হচ্ছে কলকাতা, হাওড়া সহ জেলায় জেলায়। সেইসঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। ইতিমধ্যে পুরুলিয়ার পারদ ১৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আরও কি পারদ কমবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে? আজ বৃহস্পতিবারই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেবেন।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আজ আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। বুলেটিনে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের রাজ্যের কোথাও বৃষ্টির সতর্কতা নেই। আগামী কয়েকদিন ঠান্ডার দাপট থাকবে দক্ষিণবঙ্গের বীরভূম, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলির তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে। শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি চলবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

নিশ্চয়ই ভাবছেন আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে? জানা গিয়েছগে, ঠাণ্ডার দাপটঅব্যাহত থাকবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং-এর পারদ ইতিমধ্যে ৯-এর ঘরে নেমে এসেছে। আগামী কয়েকদিনে পারদ আরও কমবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে আগামী এক সপ্তাহে রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া অফিস।বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলীয় এলাকায় নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব বাংলার ওপর সরাসরি পড়ে কিনা সেদিকে নজর থাকবে সাধারণ মানুষ থেকে শুরু করে আবহাওয়া বিজ্ঞানীদের।

Leave a Comment