তিন দিনেই ১০০ কোটির ক্লাবে, বক্স অফিসে কত আয় করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’?

Dhurandhar Box Office Collection

সৌভিক মুখার্জী, কলকাতা: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে একেবারে আগুন লাগিয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহেই দর্শকদের উন্মাদনা স্পষ্ট। সোমবারও সেই গতি আটকে থাকেনি। ট্রেড ট্র্যাকার Sacnilk এর তথ্য অনুযায়ী, সোমবার ছবির আয় দাঁড়িয়েছে ২৩ কোটি। ফলত ছবিটির মোট কালেকশন (Dhurandhar Box Office Collection) পৌঁছে গেল ১২৬ কোটি টাকায়।

‘ধুরন্ধর’ সিনেমার বক্স অফিস কালেকশন

রিপোর্ট অনুযায়ী, প্রথম দিন অর্থাৎ শুক্রবার ছবিটি আয় করেছিল ২৮ কোটি টাকা, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার আয় করেছে ৩২ কোটি টাকা, তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় করেছে ৪৩ কোটি টাকা এবং চতুর্থ দিন অর্থাৎ সোমবার আয় করেছে ২৩ কোটি টাকা। অর্থাৎ, মোট চার দিনে আয় হয়েছে ১২৬ কোটি। শুক্রবার ২৮ কোটি টাকা দিয়ে শুরু হলেও ক্রমশ দর্শকদের প্রতিক্রিয়ায় পজিটিভ ভাইভ বাড়তে থাকে যা ছবিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি যা এক সময় অসম্ভব ভাবা হচ্ছিল।

প্রথম সপ্তাহন্তে ছবিটি মোট আয় করেছে ১০৩ কোটি টাকা। রবিবার সর্বোচ্চ কালেকশন ছিল ৪৩ কোটি। এমনকি মাল্টিপ্লেক্সে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং সিঙ্গেল স্ক্রিনেও গতি বাড়ছে। এ বিষয়ে ফিল্ম বিশেষজ্ঞ তরুণ আদর্শ লিখেছেন, ‘ধুরন্ধর’ প্রথম তিন দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। মুখে মুখে প্রচারের জেরে রবিবার ব্যবসা দারুণ ছিল। মাল্টিপ্লেক্স ছবি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আর দর্শকদের উন্মাদনা দ্বিতীয় দিন থেকে আরও বাড়ছে।

আরও পড়ুন: দারুণ লুক, অসাধারণ ক্যামেরা, ১৫ ডিসেম্বর লঞ্চ হচ্ছে Vivo S50 সিরিজ! প্রকাশ্যে ফিচার্স

ছবির মূল আকর্ষণ

জানিয়ে রাখি, ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং একজন স্পেশাল অফিসারের ভূমিকায় থাকবে, যার মিশন হবে পাকিস্তানের চারজন সবথেকে ভয়ংকর সন্ত্রাসীকে শেষ করা। সিনেমা মুক্তির আগেই চরিত্রগুলির পরিচয় নিয়ে নানারকম অনুমান করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেন্সর বোর্ড বলছে, চরিত্রটি কোনও বাস্তব ব্যক্তির বায়োপিক নয়, বরং কাল্পনিকভাবে নির্মিত। দর্শকদের মধ্যে উন্মাদনাই তার প্রমাণ।

Leave a Comment