তিরাঙ্গার সাথে সেলফি আপলোড করলে সার্টিফিকেট দেবে ভারত সরকার! কীভাবে পাবেন?

Har Ghar Tiranga selfie get A certificate from India government process

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশের বীর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের স্মরণ করে দেশ জুড়ে পালিত হবে 79তম স্বাধীনতা দিবস। আর তার আগেই দেশবাসীর জন্য একটি সার্টিফিকেটের ব্যবস্থা করেছে ভারত সরকার।

মূলত আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে বিশেষ অভিযান অর্থাৎ হর-ঘর তিরাঙ্গা ক্যাম্পেন চালাচ্ছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। গত বছরও এই বিশেষ অভিযানের অধীনে দেশবাসীকে এক বিশেষ সার্টিফিকেট প্রদান করেছিল কেন্দ্র। এ বছরও সেই নিয়মের অন্যথা হবে না।

কেন্দ্রের তরফে ওই সার্টিফিকেট পেতে হলে, 15 আগস্টের মধ্যে জাতীয় পতাকার সাথে একটি সেলফি তুলে তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর তারপরই ভারত সরকারের তরফে পাওয়া যাবে একটি বিশেষ সার্টিফিকেট। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের উদযাপনে আপনার অংশগ্রহণকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি ই কার্ডও দেয় দিল্লি।

কী এই হর ঘর তিরঙ্গা অভিযান?

2022 সালের 22 জুলাই, মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আরজি জানিয়েছিলেন, সকলে যেন 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বাড়িতে একটি করে পতাকা উত্তোলন করেন। এবং সেই পতাকার সাথে নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

প্রধানমন্ত্রীর সেই আরজির পর থেকে হর ঘর তিরঙ্গা অভিযান (Har Ghar Tiranga Campaign) চালাচ্ছে কেন্দ্র। যদিও চলতি বছর এই অভিযানের চতুর্থ সংস্করণ চালু করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। যা গত 2 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 15 আগস্ট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে পতাকা উত্তোলন করে তার সাথে নিজের সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করলেই সরকারের তরফে পেয়ে যাবেন একটি সার্টিফিকেট। কিন্তু কীভাবে হবে সব?

অবশ্যই পড়ুন: ‘মোদি তাঁকে দু’বার নোবেলের জন্য মনোনীত করতে পারেন!’ ট্রাম্পকে কটাক্ষ প্রাক্তন মার্কিন NSA-র

কীভাবে পাওয়া যাবে সার্টিফিকেট?

ভারত সরকারের তরফে স্বাধীনতা দিবসের দিন সার্টিফিকেট পেতে হলে, প্রথমে নিজের বাড়িতে কিংবা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করুন। এরপর সেই পতাকার সাথে নিজের সেলফি তুলে সেটি harghartiranga.com ওয়েবসাইটে আপলোড করে দিন।

এর জন্য প্রথমেই harghartiranga.com ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। এরপর হোমপেজ থেকে আপলোড সেলফিতে গিয়ে ছবিটি আপলোড করে দিন। এর জন্য ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, দেশ সিলেক্ট করে ছবি আপলোড করতে হবে। পরবর্তী ধাপে আপনার অংশগ্রহণের সার্টিফিকেট PDF আকারে খুলবে। এরপর সেটি নিজের ফোনে ডাউনলোড করে নিলেই কাজ শেষ।

Leave a Comment