সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। হ্যাঁ, সম্প্রতি জামিনের আর্জি নিয়েই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলে তার আইনজীবী রজত সিংহ রায়। তবে তার আবেদন খারিজ করল বিচারপতি। কার্যত তাকে তীব্র ভর্ৎসনা করেই জামিনের আবেদন খারিজ করা হল। আর এর ফলে শাহজাহানের জেলমুক্তি আরও পিছলো।
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানের আইনজীবী রজত সিংহ রায়। তিনি বলেছিলেন যে, একই অভিযোগে আধঘন্টার ব্যবধানেই আমার মক্কেলের বিরুদ্ধে দু’দুটি এফআইআর দায়ের করা হয়েছে। হাইকোর্ট থেকে ইতিমধ্যেই প্রথম এফআইআর-এর জামিন পেয়েছে তিনি। তবে এর মধ্যে ৮ থেকে ৯ মাস কেটে গিয়েছে। দ্বিতীয় এফআইআর-এর কোনওরকম নির্দেশিকা আসেনি। এমনকি কোনও শুনানিও হচ্ছে না। সে কারণেই ওই মামলা খারিজ করার আবেদন করেছিলেন তিনি।
জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতের
তবে সবকিছু শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর আইনজীবী রজত সিংহ রায়কে তীব্র ভর্ৎসনা সোনা করেন। কিন্তু সেখানে রজত অভিযোগ করেন যে, দ্বিতীয় এফআইআর নিয়ে আইনি প্রক্রিয়া কোনওভাবে এগোচ্ছে না। কোনও মামলার শুনানি হচ্ছে না। এতে মৌলিক অধিকার ভাঙা হচ্ছে। তবে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি সাফ বলে দেন যে, হাইকোর্ট এ নিয়ে মামলা চালাচ্ছে। তাহলে অধিকার ক্ষুন্ন হওয়ার প্রসঙ্গই ওঠার কথা না। এ নিয়ে হাইকোর্টেই আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টে কোনও কাজ হবে না।
আরও পড়ুনঃ বইমেলা শুরুর দিনক্ষণ ঘোষণা, কতদিন চলবে? সুযোগ পাবে বাংলাদেশ?
উল্লেখ্য, আইনজীবী রজত সিংহ রায় বলেন, আমার বক্তব্যের মূল বিষয় ছিল দুটি। একই অভিযোগে সিবিআই দু’দুটি এফআইআর দায়ের করেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, যা সম্পূর্ণ বেআইনি। তবে প্রথম এফআইআর-এর ভিত্তিতে ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। কিন্তু দ্বিতীয় এফআইআর নিয়ে কোনও হেলদোল নেই। ৮ থেকে ৯ মাস কেটে গিয়েছে। দিনের পর দিন আমার মক্কেলের জেলমুক্তি পিছিয়ে যাচ্ছে। সেজন্যই আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। তবে বিচারপতিরা স্পষ্ট বলেছেন যে, এ নিয়ে শীর্ষ আদালতে কোনও বিচার হবে না। হাইকোর্টে বিচার প্রক্রিয়া চলছে, সেখানেই কাজ হবে। এবার দেখব হাইকোর্ট কী বলে।