তৃণমূলকে বাঁচানোর জন্য শতদ্রু কাঠগড়ায়! শাসক দলকে ধুয়ে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari on Messi in Kolkata

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতায় মেসির সফর একদিকে ফুটবলপ্রেমীদের কাছে স্বপ্নের মুহূর্ত হওয়ার কথা ছিল। কিন্তু আদতে তা কি হল! বিতর্ক, বিশৃঙ্খলার ঘটনা। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়, তা শুধুমাত্র রাজ্যের জন্য নয় বরং আন্তর্জাতিক স্তরেও নজর কাড়ছে। আর সেই সূত্রে ব্রিটেনের প্রথম সারির সংবাদমাধ্যম বিবিসি এবং দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে যুবভারতীর ভাঙচুর, দর্শকদের আচরণ এবং বিশৃঙ্খলার ছবি স্পষ্ট উঠে এসেছে। সেই ঘটনাকে সামনে রেখে এবার রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Messi in Kolkata)।

বিশ্ব দরবারে বাংলার মুখ পোড়ালো তৃণমূল সরকার

রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মেসির মতো আন্তর্জাতিক তারকার সফরকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানানোর চেষ্টা হয়েছে। তার ফলে বিশ্বের দরবারে বাংলার ভাবমূর্তি একেবারে ক্ষুন্ন হয়েছে। আর এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। তিনি অভিযোগ করেছেন, ভোটের কয়েক মাস আগে ফুটবল দলের আবেগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের প্রত্যাশাকে ব্যবহার করেছে তৃণমূল সরকার। কারিকারি টাকার টিকিট কেটে বহু মানুষ হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছে।

উল্লেখ্য, শনিবার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিল ফুটবলের ভগবানকে এক পলকের দেখার আশায়। কিন্তু অভিযোগ ওঠে, গ্যালারিতে বসে অনেকেই সরাসরি মেসিকে দেখতে পাননি। এমনকি জায়েন্ট স্ক্রিনেই দেখতে হয়েছে প্রিয় তারকাকে। আর সেই হতাশা থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সূত্রে গ্যালারির সিট ভাঙচুর, কার্পেট নিয়ে যাওয়ার মতো ঘটনাও সামনে আসে। এমনকি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতাও তুলে ধরে রাজ্যের বিরোধী দল।

আরও পড়ুন: ১০ টাকার জল ১৫০-২০০ তে বিক্রি! ‘মেসির কলকাতা সফরে ১০০ কোটির কেলেঙ্কারী’

পাশাপাশি মেসির ভারত সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে এই ঘটনার জন্য দায়ী করে ১৪ দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন, তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকেই কাঠগড়ায় তোলা হল। তিনি প্রশ্ন তুলছেন, এফআইআর-এ ফাকফোঁকর রয়েছে। শুধু শতদ্রু নয়, বরং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা উচিত ছিল। অরূপ বিশ্বাস, সুজিত ঘোষ তার মধ্যে উল্লেখযোগ্য। এদেরও গ্রেফতারের দাবি করেছেন তিনি।

Leave a Comment