প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। হিসেবের নিরিখে হাতে এখনও বাকি বেশ কয়েক মাস। আর এই কয়েক মাসকেই কাজে লাগাতে চায় রাজনৈতিক দলগুলি। সাধারণের ভোট আদায়ের তাগিদে তাইতো একাধিক জনহিতকর কাজে মনোনিবেশ করেন তাঁরা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের আদলে চালু করেছেন “আমাদের পাড়া, আমাদের সমাধান”। বুথে বুথে ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ। এবার একই পন্থা অবলম্বন করল বিজেপি।
পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি বিজেপির
রাজ্য বিজেপির অন্যতম সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সাধারণের একাধিক সমস্যা সমাধানের লক্ষ্যে নিজের বিধানসভা ক্ষেত্র আসানসোল দক্ষিণে শুরু করলেন ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচি। কিছুদিন আগেই এই কর্মসূচিতে ৯৬ নম্বর ওয়ার্ডের হরিপুর দক্ষিণপাড়া, ৯৭ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুরে গিয়েও নানা অভাব-অভিযোগ শুনেছেন অগ্নিমিত্রা। সম্প্রতি আসানসোল দক্ষিণ বিধানসভার ৩ নম্বর মণ্ডলের অন্তর্গত ১৯৩ নম্বর বুথের পূর্ব পাড়ায় জনসংযোগে অংশ নিয়েছেন তিনি। সেখানকার স্থানীয় মানুষের অভিযোগ, এই অঞ্চলে জলনিকাশি ব্যবস্থার অত্যন্ত খারাপ। এখনো পর্যন্ত এর কোনো সমাধান পাওয়া যায়নি। যদিও এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা দেবী।
Visited Purbo Para of Booth 193 (Mandol 3), Asansol Dakshin, under #DidiBhaiInYourPara.
Locals are suffering due to a severely broken drainage system.
Shocking that AMC hasn’t acted yet!
If no action is taken soon, we’ll launch a mass protest. pic.twitter.com/JBQNXz8p9j— Agnimitra Paul BJP (@paulagnimitra1) August 7, 2025
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন অগ্নিমিত্রা
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই উদ্যোগকে রীতিমত কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের তরফে দাবি করা হচ্ছে যে, বিজেপি বুঝতে পেরেছে আসন্ন বিধানসভা নির্বাচন তাঁদের পক্ষে খুবই জটিল হয়ে চলেছে। কারণ তাঁরা বুঝতে পেরেছেন যে আসানসোল দক্ষিণ কেন্দ্রে দলের এক প্রবীণ নেতাকে প্রার্থী হিসেবে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই উদ্যোগ। তবে সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “আমি অনেকদিন ধরেই জনসংযোগ কর্মসূচি করছি। যখনই সময় পাই, সাধ্যমতো এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। উল্টে পুরপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন না। তাই বিধায়ককে কাজ করতে হয়।’’
আরও পড়ুন: অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান, CBI নিয়ে বিস্ফোরক! দিল্লি থেকে ফিরেই বোমা ফাটালেন অভয়ার মা-বাবা
উল্লেখ্য, গত বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণে প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিকে তার পরের বছরেই আসানসোেল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার কাছে প্রায় তিন লক্ষ ভোটে হারেন অগ্নিমিত্রা। তাই ওয়াকিবহাল মহল মনে করছেন যে ভোট-ময়দানে হারের ‘হ্যাটট্রিক’ এড়াতে এখন থেকেই তাই মাঠে নেমেছেন ‘দিদিভাই’।