প্রীতি পোদ্দার, কলকাতা: আজব কাণ্ড ব্যারাকপুরের বিলকান্দা পঞ্চায়েতে! অজান্তেই ভোটার তালিকায় দেখা গেল এক ব্যক্তির দুই স্ত্রী। যার মধ্যে একজনের অস্তিত্ব থাকলেও নেই আরেকজনের চিহ্ন। শুধু তাই নয়, নাম কেটে দেওয়ার পরেও থেকে যাচ্ছে সেই নাম! এবং মিলেছে ভোটার কার্ডও। এমনই জোড়া ভূতুড়ে ভোটারের হদিশ পেল শাসকদল তৃণমূল কংগ্রেস।
ঘটনাটি কী?
ABP আনন্দের রিপোর্ট অনুযায়ী, ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগর গ্রামে ২৩১ নম্বর বুথের ভোটার তালিকায় মিলল বড় কারচুপি। একই বুথে একজন ব্যক্তির দুই স্ত্রীর নাম পাওয়া গেল ভোটার তালিকায়। কার্তিক সাহা নামে জনৈক ব্যক্তির দুই স্ত্রীর নাম উঠে এসেছে। একজনের নাম যমুনা সাহা, আরেকজন সুমনা সাহা। এদিকে ব্যক্তির দাবি তাঁর নাকি একটি মাত্র স্ত্রী, সেক্ষেত্রে যমুনা সাহার খোঁজ মিললেও অস্তিত্ব নেই সুমনার। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে দরখাস্ত জমা দেওয়া হয়েছিল BDO অফিসে। যদিও পরবর্তী পদক্ষেপ হিসেবে BDO কী করেছে তা জানা ছিল না কার্তিক সাহার কাছে।
কী বলছেন যমুনা সাহা?
স্বামীর দুই স্ত্রীর নাম ভোটার তালিকায় থাকায় সুমনার অস্তিত্ব নিয়ে যমুনা সাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সুমনা নামে একজনের নাম ভোটার লিস্টে উঠেছে। ভুল শুধরাতেও দুই বার অফিসেও গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর অফিস থেকে বলে দেওয়া হত হয়ে গেছে । তারপর কী হয়েছে না হয়েছে আমি বলতে পারব না। আমি তো প্রতি বছর, যখন ভোট হয় তখনই ভোট দিতে যাই।’ অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রশাসনকে বারবার বলা সত্বেও বছর ২০ ধরে তালিকা থেকে সুমনা সাহার নাম সরানো যায়নি। এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য যান চলাচল স্তব্ধ! হর্ন বাজিয়ে প্রতিবাদ সকলের, ভাইরাল ভিডিও
এদিকে ভোটার তালিকায় গরমিলের দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, অনেক আগেই ২৩১ নম্বর বুথেই মৃত যমুনা রায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পরে দেখা যায় ওই একই এপিক নম্বরে মৃত যমুনা রায়ের বদলে নাম রাখা হয়েছে যমুনা হালদারের। এমনকি তাঁর নামে নতুন ভোটার কার্ডও তৈরি করা হয়ে গেছে। কীভাবে এত সম্ভব হয়েছে তা বুঝে উঠতে পারছে না শাসকদল। এদিকে বিজেপির কটাক্ষ, এতদিন এই ভূতুড়ে ভোটারদের ভোটেই তৃণমূল জিতেছে, এখন নাটক করছে। সবই ওদের চাল।