বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ বহু অপেক্ষিত ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনাল (India Vs South Africa Women World Cup)। সেই মহামঞ্চে একে অপরের মুখ দেখবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথমবারের মতো নারীদের মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করেছে প্রোটিয়ারা। অন্যদিকে, দুবার দুই শক্তিশালী দলের কাছে হেরে তৃতীয়বারের মতো একদিনের নারী বিশ্বকাপের ফাইনালে আসন পাকা করেছে ভারত। তবে সবচেয়ে মজার বিষয়, মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠে দুবার যে দুই শক্তিশালী দলের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, চলতি বছর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছে সেই দুজনেরই।
তৃতীয়বারের মতো ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত
একদিনের মহিলা বিশ্বকাপে 2005 সালে প্রথমবারের মতো ফাইনাল ছুঁয়েছিল ভারত। সেবার, বিশ্বকাপের মহামঞ্চে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তবে দুঃখের বিষয়, সেই শক্তিশালী দলের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল ভারতের নারীদের। এদিন অস্ট্রেলিয়ার হয়ে 107 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্যারেন রোলটন। যার দরুন নির্ধারিত 50 ওভারে 215 রান তুলেছিল অস্ট্রেলিয়া, তবে প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে রুখে দাঁড়িয়ে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ভারত। তাতে 98 রানে জিতে যায় অজিরা।
অবশ্যই পড়ুন: মোহনবাগানে দিন ফুরিয়ে এল মোলিনার! নতুন কোচ হিসেবে উঠে এল তিনজনের নাম
ওয়ানডে মহিলা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কাছে হারের পর, বুক ভর্তি আশা নিয়ে 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। কিন্তু সেখানেও ভাগ্যের চাকা নিজেদের দিকে ঘোরাতে পারেননি ঝুলন গোস্বামীরা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 228 রান তুলেছিল ইংল্যান্ড। তবে জবাবে 219 রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে দ্বিতীয়বারের মতো ফাইনাল জেতার স্বপ্ন ভাঙে ভারতীয় মহিলা দলের।
না বললেই নয়, চলতি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 125 রানে গুঁড়িয়ে ফাইনাল দখল করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাহুবলী অস্ট্রেলিয়াকে সেমির মঞ্চে ধবলধোলাই করেছে ভারত। কাজেই বলাই যায়, 2005 এবং 2017 সালে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানো দুই দলেরই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছে। এখন দেখার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখিয়ে প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভারতের মেয়েরা কাঁধে তুলতে পারি কিনা।