তৃতীয় নারীর সাথে সম্পর্ক স্মৃতি মান্ধানার হবু স্বামী পলাশের? মুখ খুললেন ‘ননদ’ পলক

Smriti mandhana Wedding Controversy singer Palak muchhal Opens up on Controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাখোমাখো প্রেম পর্ব নিমেষে বদলে গেল বিতর্কে! বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের বিবাহ স্থগিত হওয়ায় ভারতীয় তারকার বাবার অসুস্থতা নয় বরং স্মৃতির হবু স্বামীর কিছু কীর্তিকেই দায়ী করছেন নেট নাগরিকরা (Smriti mandhana Wedding Controversy)। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনা ছড়িয়েছে, স্মৃতি এবং পলাশের সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে কোনও তৃতীয় ব্যক্তি! তাঁকে নাকি সুযোগ দিয়েছেন খোদ পলাশই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চ্যাটের একগুচ্ছ স্ক্রিনশট। নেটিজেনদের দাবি, কোনও তৃতীয় নারীর সাথে সম্পর্ক রাখতে গিয়ে একেবারে ধরা পড়ে গিয়েছেন পলাশ!

পলাশের সাথে সম্পর্ক রয়েছে তৃতীয় নারীর!

রবিবার, স্মৃতির বিয়ের প্রস্তুতির মাঝেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেটারের বাবা, শ্রীনিবাস মান্ধানা। যার কারণে স্থগিত হয়ে যায় বিয়ে। তবে এখানেই শেষ নয়, সেদিন রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশও। তাঁকেও ভর্তি করা হয় হাসপাতালে। তবে এই মুহূর্তে বাবা এবং হবু স্বামী দুজনেই সুস্থ রয়েছেন। তবে সেই পর্ব কাটিয়ে সোমবার থেকেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।

নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, স্মৃতির সাথে সম্পর্কে থাকাকালীন কোনও তৃতীয় নারীর সাথে সম্পর্ক রেখে চলেছেন পলাশ! সেই মর্মে চ্যাটের বেশকিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নেটিজেনরা দাবি করেন, সেই স্ক্রিনশটে নাকি পলাশ ওই তৃতীয় মহিলাকে বলেছেন, “চলো একসাথে সাঁতার কাটি।” কোথাও আবার নাকি একসঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটানোরও প্রস্তাব দিয়েছেন স্মৃতির হবু স্বামী! ভারতীয় সংগীত পরিচালক নাকি একটি চ্যাটে এও দাবি করেন, “স্মৃতিকে ডেট করাটা নাকি যথেষ্ট কষ্টকর হয়ে উঠেছে।” আর এসব নিয়েই নেট দুনিয়ায় যখন তুমুল বিতর্ক, তখন প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বিচ্ছেদের পথেই হাঁটবেন দুজন?

সোমবার, নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো জল্পনায় নতুন মাত্রা যোগায় স্মৃতি মান্ধানার এক পদক্ষেপ। বিশ্ব জয় করার পর মাঠে দাঁড়িয়ে পলাশের প্রপোজাল, বিয়ের সংগীত, মেহেন্দির সমস্ত ছবি সহ অন্যান্য রঙিন মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটার। আর তাতেই নতুন রাস্তা খুঁজে পেয়েছে স্মৃতি এবং পলাশের বিচ্ছেদ জল্পনা! যদিও পলাশের সাথে অন্যান্য ছবিগুলি রয়েছে স্মৃতির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। নেট দুনিয়া যখন স্মৃতি এবং পলাশের বিচ্ছেদ জল্পনায় সময় কাটাচ্ছে ঠিক সেই আবহে মুখ খুলেছেন ননদ পলক মুচ্ছল।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের মুখে অন্ন তুলে দেবে পাকিস্তান, পাঠাবে ১ লক্ষ টন চাল

মুখ খুললেন গায়িকা পলক মুচ্ছল

নেট দুনিয়ায় যখন পলাশকে নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে, অনেকে দাবি করছেন স্মৃতির বিয়ে বন্ধ হওয়ার কারণ তাঁর আবার অসুস্থতা নয় বরং পলাশেরই কিছু কীর্তি! সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে জনপ্রিয় গায়িকা পলক লিখেছেন, “স্মৃতির বাবার শারীরিক অসুস্থতার কারণেই স্মৃতি এবং পলাশের বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। সকলের কাছে আমার অনুরোধ, এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে দুই পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দিন।” তবে দুই পরিবারের গোপনীয় বিষয়টি নিয়ে নেট নাগরিকদের কাছে আবেদন জানালেও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরানো বিচ্ছেদ জল্পনা বা পলাশের কীর্তি নিয়ে মুখ খোলেননি গায়িকা।

Leave a Comment