তেল সহ ট্রাম্পের দাদাগিরি নিয়ে আলোচনা! ডিসেম্বরেই ভারতে আসছেন ‘বন্ধু’ পুতিন

Vladimir Putin India Visit In December

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাটা ছিল বহুদিন ধরেই, অবশেষে সেই সম্ভবনাতে সিলমোহর দিয়ে দিল রাশিয়া। শুক্রবার ক্রেমলিন থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরে ভারত সফরে (Vladimir Putin India Visit) আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুল্ক নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করতে মরিয়া, এবার ঠিক সেই আবহে পুতিনের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তাছাড়াও, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে যেভাবে দিনের পর দিন আন্তর্জাতিক মহলে চাপে ফেলার চেষ্টা হয়েছে, সেই সব ঘটনাকে সামনে রেখে দেশের মাটিতেই মুখোমুখি হচ্ছেন মোদি-পুতিন।

ডিসেম্বরের আগে চিনেই হবে দেখা

বর্তমানে জাপান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল অর্থাৎ রবিবার সেখান থেকেই সরাসরি চিনের তিয়ানজিন শহরে এসসিও অর্থাৎ সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দেবেন তিনি। বলা বাহুল্য, এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চিনে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও। কাজেই, ভারত সফরের আগে তাঁর সাথে আরও একবার দেখা হয়ে যাবে বন্ধু মোদির।

দ্য মস্কো টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনের ওই সম্মেলনের পাশাপাশি আগামী সোমবার তিয়ানজিনেই মোদির সাথে সাক্ষাৎ করবেন পুতিন। সেখানে দুজনের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। তাছাড়াও, পুতিনকে ভারত সফরের কথা আরও একবার মনে করিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী।

পুতিনের ভারত সফরে আরও জোরদার হবে দিল্লি-মস্কো সম্পর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে ডিসেম্বরেই ভারতের মাটিতে পা রাখবেন রুশ প্রেসিডেন্ট। শনিবার একটি বিবৃতি জারি করে সে কথা নিশ্চিত করেছেন পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ। ওই বিবৃতিতে রাশিয়ার শাসকের ভারতে আসার দিনক্ষণও চূড়ান্ত করে দেন তিনি। আর এর পর থেকেই পুতিনের নয়াদিল্লি সফর ঘিরে জ্বলে উঠেছে আশার প্রদীপ।

বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, আমেরিকার শুল্ক নিয়ে গাজোয়ারির আবহে বন্ধুর ডাকে সাড়া দিয়ে পুতিন ভারতে আসা মানেই, আসন্ন ডিসেম্বরে ট্রাম্পের দাপাদাপি, প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্কের সমীকরণ, দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক (তেল) সম্পর্ক সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গেও আলোচনা হতে পারে, মোদি এবং পুতিনের। একই সাথে রুশ প্রধানের ভারত সফরে আরও শক্তিশালী হবে নয়া দিল্লি এবং মস্কোর পুরনো সম্পর্ক।

অবশ্যই পড়ুন: উজ্জীবিত ফুটবলেই জয়, কালীঘাটকে উড়িয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, পুতিনের ভারত সফরের খবরে সিলমোহর পড়ার আগেই গত সপ্তাহে শোনা গিয়েছিল, নয়া দিল্লি সফরে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দিল্লিতে ইউক্রেনের দূতাবাসের তরফে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত ওলেকসান্দার পলিশচুক স্পষ্ট করে দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতে আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে তিনি ঠিক কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। শোনা গিয়েছিল দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই ঠিক হবে জেলেন্সকির ভারত সফরের দিনক্ষণ।

Leave a Comment