বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে 14 সেপ্টেম্বরের ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচটি প্রস্তুতি ক্ষেত্র হিসেবেই ব্যবহার করেছে ভারতীয় দল। যার প্রমাণ গতকালের ফলাফল। UAE বাহিনীকে 9 উইকেট হাতে রেখে বধ করার পরই আত্মবিশ্বাস একেবারে চাগার দিয়ে উঠেছে টিম ইন্ডিয়ার। এবার তা থেকেই পাক শিবিরকে সরাসরি হুশিয়ারি দিয়ে রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav On Pakistan)।
জয় নিশ্চিত করেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যর
বুধবার, প্রথমে ব্যাট করতে এসে 57 রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহী। এরপর 58 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 27 বলেই গোটা ম্যাচ পকেটে পুরে নেয় সূর্যকুমারের ভারত। যার জেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম রান তাড়া করার এক বিরল রেকর্ড গড়েছে ভারতীয় দল। আর এরপরই ম্যাচ পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে হাজির হয়ে হুঙ্কার ছাড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক স্কাই।
NDTV-র রিপোর্ট বলছে, গতকাল UAE বধের পর উপস্থাপনা অনুষ্ঠানে হাজির হতেই সূর্যকুমার যাদবকে প্রশ্ন করতে থাকেন সঞ্জয় মাঞ্জরেকর। সেখানে, দলের ছেলেদের পারফরমেন্স নিয়ে প্রশংসা করার পাশাপাশি পাকিস্তান দলকে সরাসরি সতর্ক করেন সূর্য। ভারতীয় অধিনায়ক বলেন, আমরা পরবর্তী ম্যাচের জন্য উত্তেজিত। ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি সবাই দেখতে চায়। আরও একটা ভাল ম্যাচ খেলতে চলেছি আমরা। সেটার জন্যই অপেক্ষায়। এদিন এমন বক্তব্যের মধ্যে দিয়ে পাক দলকে তৈরি থাকার বার্তা দেন স্কাই।
বুধবার ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে সূর্যকে খানিকটা মজার ছলে সঞ্চালক মঞ্জরেকর জিজ্ঞেস করেছিলেন, এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল। তোমরা কি পুরো ম্যাচ ফি পাবে? উত্তরে সূর্য জানিয়েছিলেন, এটা নিয়ে আমরা পরে ভেবে দেখব। এরপরই অভিষেক শর্মার প্রশংসা করে যাদবকে বলতে শোনা যায়, অভিষেক দুর্দান্ত ব্যাটিং করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ও কেন এক নম্বর ব্যাটসম্যান, তা আরও একবার বোঝা গেল। অভিষেকের পাশাপাশি কুলদীপ যাদব, শিবম দুবে সহ দলের বাকিদেরও প্রশংসায় পঞ্চমুখ হন সূর্য।
অবশ্যই পড়ুন: করতে পারেননি ধোনি, কোহলি, রোহিতরা! এশিয়া কাপে ইতিহাস লিখলেন সূর্যকুমার
প্রসঙ্গত, এশিয়া কাপে ভারতের পরবর্তী ম্যাচ আগামী রবিবার। প্রতিপক্ষ, সলমান আলি আঘার পাকিস্তান। আর তার আগেই, একেবারে তুরি মেরে টিম ইন্ডিয়ার UAE-কে উড়িয়ে দেওয়ার ঘটনা পাক-শিবিরে বড় বার্তা পৌঁছে দিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের সিংহভাগই।