বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের ডাকে আমেরিকার আলাস্কায় পৌঁছেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পৌঁছানোর আগেই বিমান থেকে নেমে ট্রাম্পের সাথে দেখা করেই পুতিন বলেন, তোমাকে জীবিত দেখে ভাল লাগছে… কিন্তু কেন মার্কিন প্রেসিডেন্টকে দেখে এমন কথা বললেন রুশ শাসক? উঠছে প্রশ্ন।
পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন ট্রাম্প
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহবানে আলাস্কায় পৌঁছেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন ট্রাম্প। এদিন পুতিন বিমান থেকে নামতেই আইকনিক আলফা হ্যান্ডশেকের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
তবে ট্রাম্পকে দেখতে পেয়েই, পুতিন একেবারে প্রতিবেশীর মতো আচরণ করতে শুরু করেন। বিমান থেকে নামার পর করমর্দন পর্বের মাঝেই মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পুতিন বলেন, তোমাকে সুস্থ ও জীবিত দেখে খুব ভাল লাগছে… আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ কেন এমন কথা বললেন রুশ প্রেসিডেন্ট? যদিও আপাতত সেই উত্তর অধরা..
President Vladimir Putin first said to President Trump when they met in Alaska – “Good afternoon, dear neighbor. Very good to see you, in good health, and to see you alive.” #NYI pic.twitter.com/5vGZenMJqp
— NewYork-i (@Newyork__i) August 15, 2025
পুতিনের বক্তব্য
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, আমাদের কথোপকথন খুব গঠনমূলক এবং শ্রদ্ধাশীল পরিবেশে হয়েছিল। আমি আবারও আমেরিকান প্রতিপক্ষকে আলাস্কায় আসার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাতে চাই। এখানে দেখা করছি কারণ আমাদের দেশগুলি আলাদা। আমরা একে অপরের থেকে অনেক আলাদা। তবে যখনই দেখা করছি আমরা একে অপরের জন্য কিছু ভাল কথা বলছি।
10 বছর পর আমেরিকা সফরে গেলেন পুতিন
WION-এর রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ 10 বছর পর ফের আমেরিকা সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ শাসক আমেরিকায় পৌঁছনোর পরই তাঁকে সসম্মানে স্বাগত জানানোর পর বিলাসবহুল দা বিস্ট নামক গাড়িতে চাপিয়ে বৈঠকস্থলে নিয়ে যাওয়া হয়।
অবশ্যই পড়ুন: তাহলে কি অবসর নিয়ে নেব? পন্থকে দেখতে পেয়েই বলে দিলেন রোহিত শর্মা
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে আমেরিকায় বৈঠকে যোগ দিলেও ট্রাম্পের সাথে পুতিনের বৈঠক 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ট্রাম্প আশা করেছিলেন পুতিনকে বুঝিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করাবেন, সে গুড়ে বালি। যুদ্ধ বিরতিতে রাজি হননি পুতিন। যদিও বক্তৃতা রাখার সময় রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, 2022 সালে যদি ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হতেন তাহলে ইউক্রেনের সাথে রাশিয়ার এই সংঘাত হতো না।