‘তোমাকে প্রতিদিন খুব মিস করি,’ কাছের মানুষ হারিয়ে ভেঙে পড়লেন স্মার্ট দিদি নন্দিনী

smart didi nandini

সহেলি মিত্র, কলকাতা: ডালহৌসির সেই ‘স্মার্ট’ নন্দিনী দিদিকে (Smart Didi Nandini) মনে আছে নিশ্চয়ই? আজকের এই প্রতিবেদনে তাঁকে নিয়ে আবারও আলোচনা হবে। গত কিছু বছর ধরে ডালহৌসির স্মার্ট নন্দিনী গাঙ্গুলি শিরোনামে রয়েছেন। জিন্স, টপ, গলায় হেডফোন জড়িয়ে রাস্তার ধারে পাইস হোটেল চালাতেন তিনি বাবার সঙ্গে মিলে। এখন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে বেশ চর্চা হয়, ভিডিও ছবি অবধি ভাইরাল হয়। তবে এবার তাঁর জীবনে নেমে এল দুঃখের পাহাড়। মাকে হারালেন তিনি।

মাতৃহারা হলেন ‘স্মার্ট’ নন্দিনী দিদি

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন নন্দিনী গাঙ্গুলি। আর সেই পোস্ট দেখে চমকে গিয়েছেন সকলে। নন্দিনী লেখেন, ‘ আমার জীবনের সবকিছুতে তুমি ছিলে। আজ আমি যা আছি সব তোমার জন্য। তুমি আমায় কোনওদিন একা ছাড়োনি, আমি রাগ করলেও তুমি আমার কাছে ছিলে, তুমি বলেছিলে যতদিন না আমি আমার জীবনের সব ঠিক হবে তুমি আমায় ছেড়ে যাবে না। কিন্তু তুমি চলে গেলে। আমি জানিনা এরপর কি করবো তোমায় ছাড়া। খুব রাগ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমায় সামলানোর জন্য কাউকে পাচ্ছি না মা। খুব একা লাগছে খুব।’

স্মার্ট দিদি নন্দিনী আরও লেখেন, ‘ কেউ নেই যার সাথে আমি ঝগড়া করবো। কে আমায় আমায় ভাত মেখে খাইয়ে দেবে। কেউ নেই যে বলবে যে ঠিক আছে আমার কাছে আয় পরে রাগ করবি। আগে তাড়াতাড়ি বাড়ি আয় আমি বসে আছি একসাথে খাব। কেউ নেই যে আমার সব ভুলকে ক্ষমা করে কাছে ডাকবে। তোমাকে প্রতিদিন খুব মিস করি।’

সম্প্রতি বিয়ে করেছেন স্মার্ট দিদি নন্দিনী

হকার উচ্ছেদের সময়ে ডালহৌসি পাড়ার সেই দোকান তুলে দিতে হয় তাঁকে। এরপর অনেক ঝড় ঝাপটা পেরিয়ে নিউটাউনে তিনি একটি রেস্তোরা খোলেন। সেটাও বন্ধ করে দিতে হয়নি এরপর আরও দুটি দোকান খোলেন তিনি। এখন সেখানেই কাজে মনোনিবেশ করেছেন। সম্প্রতি বিয়েও করেছেন নন্দিনী। চুটিয়ে সংসার করছেন সেইসঙ্গে ব্যবসাও সামলাচ্ছেন তিনি। এছাড়াও টুকটাক ফটোশুট করছেন। দোলের দিন বিয়ে করেন নন্দিনী। সকালে গায়ে হলুদের ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল। হলুদ শাড়ি, হাতে শাঁখা-পলায় একেবারে মোহময়ী নন্দিনী। সঙ্গে তাঁর মনের মানুষ রুদ্রকেও দেখা যায়। এই খুশির সময়ের মাঝেই মাকে হারিয়ে শোকস্তব্ধ নন্দিনী।

Leave a Comment