তোলাবাজিতে অতিষ্ঠ! আরামবাগে দুটি রুটে বন্ধ হল বাস পরিষেবা

Arambagh

প্রীতি পোদ্দার, আরামবাগ: প্রথম দিকে সেতু সংস্কারের নামে হুগলির আরামবাগে (Arambagh) দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে বাস চলাচল। বাস মালিকদের কমছে আয়। বিপাকের মুখে পড়ে শেষে ‘বিদ্রোহের’ ডাক দিয়েছিল বাস পরিচালন সমিতির একাংশ। তবে এবার ফের আরামবাগের বাস রুট বন্ধ রাখার পদক্ষেপ নিল আরামবাগের বাস মালিক এবং কর্মচারীদের একাংশ। মূল কারণ হিসেবে তুলে রাখা হলো তোলাবাজিকে। সেই নিয়ে যাত্রীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে আর তাতেই মাথায় হাত পড়ল সকলের।

বাস রুট বন্ধের নোটিশ

স্থানীয় সূত্রে খবর, এতদিন তেলের দাম বৃদ্ধি এবং যাত্রীর অভাবে বেশ জর্জরিত ছিল বাস পরিষেবা। এই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে বাসস্ট্যান্ড পার্কিং আদায়কারকদের অত্যাচার। তাই সেই সকল সমস্যাকে মাথায় রেখেই আরামবাগ বাসমালিক এবং কর্মচারীবৃন্দ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁদের তরফে সকল বাসযাত্রীদের উদ্দেশে একটি নোটিশ জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, আরামবাগ বাসস্ট্যান্ড পার্কিং আদায়কারক মেজকা সফিকুল ইসলাম ও আদায়কারক বিশুর অত্যাচারে অনির্দিষ্ট কালের জন্য আরামবাগের ২৪ নং (বন্দর) ও ১৬/২০ নম্বর রুটের বাস পরিষেবা বন্ধ রাখা হইবে। আর সেই নোটিশ দেখে মাথায় হাত যাত্রীদের।

কেন এই সিদ্ধান্ত বাস মালিকদের?

কিছুদিন আগে আরামবাগে দ্বারকেশ্বর নদের রামকৃষ্ণ সেতুকে নিয়ে এক বিরাট সমস্যার মুখে পড়তে হয় বাসচালক এবং যাত্রীদের। অ্যাসোসিয়েশনের দাবি ছিল, আরামবাগের দ্বারকেশ্বর নদের উপরে রামকৃষ্ণ সেতু অনেকদিন ধরেই বন্ধ রয়েছে, ফলে দিন দিন ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। এমনকি এখনও সেতু মেরামতির কাজ শেষ হয়নি। ফলে বাস চলাচল করতে পারছে না। তাই দূরপাল্লার বাসের মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় স্ট্যান্ডে ক্রমেই আদায়কারকদের তোলাবাজির দাপট দেখা যাচ্ছে। বারংবার এই নিয়ে অভিযোগ জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শেষে সেখানে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের নোটিশ ছিল আরামবাগ বাসস্ট্যান্ডের বাসমালিক এবং কর্মীরা।

আরও পড়ুন: SIR ঘোষণার পরেই দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাস বন্ধের নোটিশের অভিযোগ নিয়ে ইতিমধ্যে বাসের পার্কিং আদায়কারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে। এদিকে রোজ হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এই বাস রুট থেকে। তাঁরা জানান, এ ভাবে বাস বন্ধ হলে চরম সমস্যায় পড়তে হবে। অনেকের যাতায়াতের একমাত্র ভরসা বাস। তাই বাস বন্ধ না করে বিকল্প চিন্তা করুক অ্যাসোসিয়েশন বলে দাবি তোলেন যাত্রীরা। উল্লেখ্য, আরামবাগে বাস পরিষেবা বন্ধ হলে এর প্রভাব পড়বে সাত-আটটি জেলায়। এখান থেকে হুগলি ও পার্শ্ববর্তী একাধিক জেলা, এমনকি কলকাতারও বাস ছাড়ে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

Leave a Comment