প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল থেকেই ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় জমেছে ভর্তি জল। সঙ্গে রয়েছে প্যাঁচপ্যাঁচে গরম। অস্বস্তিকর আবহাওয়া যেন কিছুতেই কাটতে চাইছে না। আর এই আবহে বর্ষা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। এখনও নাকি বাংলার আকাশ থেকে দুর্যোগ কাটতে ঢের দেরি।
হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা জয়পুর, আসানসোল, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে আবার গাঙ্গেয় বঙ্গের উত্তরভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। শুধু তাই নয়, আরও একটি উচ্চ অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে গিয়েছে, যার জেরে রাজ্যে স্পষ্ট ফুটে উঠেছে বর্ষার চিত্র। আর সেই কারণেই জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, অন্যান্য জেলা যেমন হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদেও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: পরপর দু’মাসে তিনদিন একটু জোরে ঘুরবে পৃথিবী! বদলে যাবে সময়ও?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বর্ষার মরশুম জমজমাট উত্তরবঙ্গে। জানা গিয়েছে সারা সপ্তাহ চলবে বর্ষার বৃষ্টি। তবে এইমুহুর্তে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে আগামী তিন দিন। আগামীকালও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে শুধু মালদহে। এ ছাড়া, মঙ্গলবার এবং বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আবার হতে পারে ভারী বৃষ্টি।