সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন শিবভক্ত? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। যদি আপনি কোনও ধর্মীয় জায়গায় বিশেষ করে মহাদেব আছেন, এমন জায়গায় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য এক দুর্দান্ত ট্যুর প্যাকেজ আনল আইআরসিটিসি (IRCTC Jyotirlinga Tour Package)। দেশের প্রধান জ্যোতির্লিঙ্গগুলি একবার হলেও জীবনে দেখার ইচ্ছা রয়েছে? তাহলে জানিয়ে রাখি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এই ধরনের ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে।
৪ জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ দিচ্ছে IRCTC
আসলে, IRCTC একটি ভ্রমণ প্যাকেজ তৈরি করেছে যার মধ্যে রয়েছে ভারতের চারটি প্রধান জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি। আজ্ঞে হ্যাঁ। IRCTC এই রেল ভ্রমণের নাম দিয়েছে ‘৪ জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি যাত্রা (NZBG65)।’ তাহলে চলুন আর দেরি না করে জেনে নেবেন এই যাত্রা কত দিন স্থায়ী হবে এবং এই প্যাকেজের জন্য কত ভাড়া নেওয়া হবে, সর্বপরি আপনাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হবে দেখে নেবেন। আপনি যাত্রাকালে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে ওঠার সুযোগ পাবেন, এই ট্রেনে করেই ভ্রমণকারীদের এক ভ্রমণে চারটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। এই যাত্রা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নয়, বরং ভ্রমণকারীদের ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মহিমা অনুভব করার এক লভনীয় সুযোগ। গোটা ট্যুরের সময়সীমা ৯ দিন।
কোন চারটি জ্যোতির্লিঙ্গ দেখানো হবে?
১) উজ্জয়িন (মহাকালেশ্বর)
২) ওমকারেশ্বর
৩) দ্বারকা (নাগেশ্বর)
৪) ভেরাভাল (সোমনাথ)
এছাড়াও, এই ট্রেনটি কেভাডিয়া (স্ট্যাচু অফ ইউনিটি) দর্শনের ব্যবস্থাও করবে।
যাত্রা কোথা থেকে শুরু হবে?
পাঞ্জাবের অমৃতসর থেকে এই যাত্রা শুরু হবে, যা নয় দিন স্থায়ী হবে। অমৃতসর থেকে শুরু করে, প্রথম গন্তব্য হবে উজ্জয়িনী, যেখানে ভক্তরা বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি উপভোগ করতে পারবেন। পরবর্তী গন্তব্য হবে ওঙ্কারেশ্বর, যা তার অনন্য “ওম” আকৃতির দ্বীপ এবং নর্মদা নদীর তীরে শান্ত পরিবেশের জন্য পরিচিত। এরপর বাকি জায়গাগুলি ঘুরে দেখানো হবে ভ্রমণকারীদের।
ভাড়া কত হবে?
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ গোটা যাত্রাটি করতে আপনার কত টাকা খরচ হবে। জানা গিয়েছে, স্লিপার ক্লাসে ভ্রমণ করলে জনপ্রতি ভাড়া ১৯,৫৫৫ টাকা। এছাড়া স্ট্যান্ডার্ড অর্থাৎ কেউ যদি ৩এসি-তে যাত্রা করে তাহলে জনপ্রতি ২৭,৮১৫ টাকা এবং ২এসিতে যাত্রা করলে জনপ্রতি ভাড়া হিসেবে গুনতে হবে ৩৯,৪১০ টাকা।